কেমন হবে যদি আপনার Folder টি যদি না দেখা যায়? অর্থাৎ অদৃশ্য করা যায়। তাহলে Password দিয়ে রাখার আর কোন দরকার নেই । এমন কি আপনি ছাড়া কেউ জানবে ও না যে এখানে কিছু একটা আছে।
তো আসুন কাজটা দেখে নেই এই মজার কাজটি কিভাবে করতে হবে:
1. Start বাটনে ক্লিক করুন।
2. এখন Search করুন Character Map লিখে। অথবা (Goto:Start Menu>All program>Accessories>System tools> Character Map)
3. এবার Character Map ওপেন করুন এবং blank Coloumn এ ক্লিক করুন।
4. এবার Select key তে ক্লিক করুন তারপর Copy key তে ক্লিক করুন।
5. New folder তৈরী করুন এবং Folder টি Rename এবং keyboard এর Ctrl+V বাটন চেপে ধরুন।
এভাবে নামহীন অদৃশ্য Folder তৈরী করুন ।
এবার Logo বিহীন folder তৈরী করা যাক:
1. যে folder টি Logo বিহীন তৈরী করতে চান তা Select করুন । এবার Right button এ ক্লিক করুন.
2. Properties যান তারপর Customize এ যান তিারপর Change Icon এ যান।
3. এখন বিভিন্ন symbol যুক্ত একটি popup windows দেখতে পাবেন। blank symbol টি choose করুন।
4. Ok button / press enter buttom চাপুন।
ব্যাস কাজ শেষ।
ভালো লাগলো…