জাবা মোবাইল ব্যাবহারকারীদের একটা দুঃখ যে সিম্বিয়ানদের মতো কয়েকটা সফ্টওয়ার একসাথে চালাতে পারি না।কিন্তু আপনাকে আমি এমন একটা ট্রিকস দিব যার মাধ্যমে আপনি আপনার জাবা মোবাইল থেকেই তৈরী করতে পারবেন Multi software.
এরজন্য আপনার লাগবে
Blue ftp [ http://koolwap.in/games_app/dld.php?url … mp;ext=jar ]
Uc browser[http://wap.ucweb.com]
Multi midlet[http://www.habibzwap.tk/site_59.xhtml]
নম্বর সফ্টওয়ার টা আপনারা Opera দিয়ে ডাওনলোড করবেন।Uc দিয়ে করতে গেলে বেয়াদবি করবে।আপনাকে ৫ টা স্টেপে কাজটা করতে হবে
১। আপনাকে যেকোন সফ্টওয়ার কে .jar ফর্মেটেUc দিয়ে সেভ করতে হবে।Install করলে হবে না।
২।তারপরে Uc দিয়ে সেভ করা File_JAR ফাইল টা যেখানে রেখেছেন Blue ftp ওপেন করে সেখানে যান এবং ফাইল টার পরের _JAR অংশটা কেটে .ZIP লাগিয়ে দেন অর্থাত্ এরপরে ফাইলটার নাম হবে File.zip।এভাবে যে সফ্টোয়ার গুলো মাল্টি করবেন সবগুলোর সাথে একই পদ্ধতিতে .zip লাগানএবং এগুলোকে আলাদা একটা ফোল্ডারে রাখেন
৩।তারপরে যেই ছবি টাকে icon হিসেবে রাখতে চান সেই টাকে Blue ftp দিয়ে ওপেন করে Rename koren icon.png হিসেবে এবং ও টা মেমোরীর ওপরে সেভ করেন।কোন ফোল্ডারের ভিতরে রাখবেন না।
৪।তারপরে Multimidlet software টা ওপেন করেন যেটা ৩ নং লিংক হতে ডাওনলোড করছেন এবং ঐ ফোল্ডার টার ভিতরে যান যেটাতে সফটগুলো .Zip format এ রাখছেন।প্রত্যেক টা সফটওয়ার ওপেন করেন এরপরে Addকরেন।এরপর বামপাশের ওপরের দিকের বাটনে ক্লিক করে view all দেন এবং এরপরে Select all দেন এবং এরপর Start merge দেন।
৫।Software টা File.jar_jar নামে মেমোরীতে Multimidet নামক ফোল্ডারে সেভ হবে ।Blue ftp দিয়ে .jar_jar অংশ টা কেটে দিতে হবে।এরপর ফাইল টার নাম হবে শুধু File..তারপরে Blue ftp থেকে বের হয়ে মেমোরীতে গিয়ে File টার পরে .jar লাগিয়ে দেয়া লাগবে।এরপরেই আপনার কাঙ্খিত সফ্টওয়ার ট পেয়ে যাবেন।ব্যাস আপনারকাজ শেষ।
বিঃদ্রঃ১।তিনটার বেশী সফ্টওয়ার একসাথে না করাই ভালো।এতে App error দেখাতে পারে।
২।আপনি মাল্টি করা সফ্টওয়ার গুলোর মধ্যে যেকোন সফ্টওয়ার চালু করার পর * Button চাপ দিয়ে ধরে রাখেন তাহলে ঐটা Hide হয়ে যাবে এবং আপনি অন্য একটা Software চালাতে পারবেন।
এটা আমার প্রথম পোষ্ট ।ভালো লাগলে জানাবেন।কোনসমস্যা হলে আমার Email:rana01645@yahoo.com.আল্লাহ হাফেজ।