টিউনার পেজের সকল ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করলাম । সবাইকে আসসালামু আলাইকুম।আমি কখন ও ভাবিনি টিউনার পেজে টিউন করব আর সেটা হবে সাহায্য চেয়ে।যাই হোক আমি যেই সমস্যার জন্য লিখছি টা বলি। আমার পিসি তে samsung dvd writter ব্যাবহার করি কিন্তু কিছু দিন হল আমি যখন কোন প্রোগ্রাম writter থেকে কপি করতে যাই বা ডিভিডি রাইট করতে যাই তখন কম্পিউটার খুব স্লো হয়ে জায় । কোন কাজ করতে পারি না । এমন কি কোন প্লেইয়ারে যদি অডিও/ভিডিও গান প্লে করি খুব আস্তে আস্তে চলে।
দয়া করে যদি কেউ আমাকে বলতেন আমি কি ভাবে এই সমস্যার সমাধান করতে পারি।
আমার মেইল আইডি, neelkuasa@yahoo.com
যদি Problem সলভ হয়ে গিয়ে থাকে তাহলে পড়ার দরকার নেই।নাহলে এটাও ফানি মনে হতে পারে
(মজা করলাম ।কিছু মনে করবেন না প্লিজ।)
***********************************************
*************************************************
********************************************************
আপনাকে তিনটে উপায় বলতে পারি দেখুন কাজ হয় কিনা
১.CD বা DVD থেকে হার্ড ড্রাইভে বা হার্ডড্রাইভ থেকে হার্ডড্রাইভে কপি করার জন্য Teracopy ইউজ করুন।স্পিড বহু বাড়বে।গুগলে সার্চ দিন।যদি অসুবিধা হয় আমাকে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেব।
২।আপনি কি নেরো দিয়ে রাইট করেন।যদি তাই হয় তবে দেখবেন সেটিংসে নেরো যখন রাইট করে তখন ঐ ফাইলটার একটা টেম্পোরারি ইমেজ নেয়।সেটিংসে ঢুকে দেখবেন ওটা C drive করা আছে।ওটাকে যে ড্রাইভে আপনার বেশি জায়গা আছে সেই ড্রাইভটা সিলেক্ট করে দিন ডিডি/ডিভিডি রাইটের স্পিড বেড়ে যাবে।
৩।neroএর বদলে BurnAwar সফট ইউজ করুন ।অনেক অনেক ভালো।না পেলে আমাকে জানান। (আমার টিউনে দেখুন আরো ছোটো রাইটেরর সফট পাবেন।)
আর সবশেষে বলব C ড্রাইভ ফাকা রাখুন আরো বেশি ্স্পিড এমনিতেই বেড়ে যাবে
ভালো থাকবেন।
pc config ki. ?
আপনাদের পরামর্শের অপেক্ষায় আছি।
পিসি কনফিগারেশন কি ?
মাদারবোর্ড ইন্টেল কোর ২
প্রসেসর ২.১ গিগাহার্জ
হার্ডড্রাইভ ১৬০ জিবি
রেম ১ গিগা
ড্রাইভ ছি ১০ গিগা ফাকা ৩.৮ গিগা