এক বটবৃক্ষের কাছে প্রশ্ন করি ,
কতকাল বেঁচে রবে এ ধরণীতে ?
সে আমারে শুধায়. . .
পত্র পল্লব খেলবে এখানে
পাখীর গুঞ্জন বাজবে যেখানে
জল যতদিন বইবে আমার ই
শিকড় দিয়ে অবিরত ;
আমি ততকাল বেঁচে রইব
বছর সহস্র ।।
বটবৃক্ষ আমারে শুধায় ,
তোর জীবনকাল কত ?
আমারে শুধা শুনি. . .
আমি বলি , তোমার তো সীমা আছে
সীমার মাঝে অসীম তুমি ।
আমার ডাক তো ঐ এলো বুঝি ;
ঐ তো আবার মিলিয়ে গেলো
বুঝিনা জীবন আজ
কেনো এত এলোমেলো ।।
কিছু দিন এর মেহমান আমি
রব বেঁচে যতদিন এ ধরণীতে ;
তোমার ই মত ফুল , ফল , পত্র দিয়ে যাবো
যা পেয়ে যাবে আমার ই উত্তরসূরি ।।
খুব সুন্দর . ধন্যবাদ.