আজ দুদিন যাবত ফেইজবুক এ অনেক সমস্যা দিচ্ছে। আপনার এর মুখোমুখি হয়েছিন কিনা জানি না। কিন্তু আমরা কয়েকজন হয়েছি। এই সমস্যা যাদের আছে তারা আমার মত করলে আশা করি মুক্তি পেতে পারেন। তাহলে একটু চেষ্টা করুন।
প্রথমে লগইন করলে এই রকম দেখাবে।
তারপর আপনি
address bar এ ছবির মত home লিখুন। তারপর এইরকম দেখতে পাবেন। (http://www.facebook.com/home)
আপনি Reture home এ ক্লিক করুন।
তারপর দেখুন জাদু আপনার ফেইসবুক ঠিক হয়েগেছে।
ধন্যবাদ ভুল হলে ক্ষমা করেদিবেন।
কোন সমস্যা হলে কমেন্ট দিয়ে জানাবেন।
আপনাকে অনেক ধন্যবাদ
এ রকম কোন সমস্যার মুখোমুখি এখনো হইনি
Mobile FB te notifications khub kam ase.
Kono solution?
আপনি অপেরা অথবা ফেইজবুক এর নিজেস্ব সফটওয়ার ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ ভাইয়া আমি গত কিছু দিন দরে এই সমস্যাটা নিয়া খুব চিন্তায় ছিলাম, ভাবছিলাম যে, কোন হালায় বুঝি আমার FB হ্যাক করে দিসে। এই রকম কিছু ব্লগে শেয়ার করার জন্য আবারো ধন্যবাদ।
আপনি মনোযোগ দিয়ে পোষ্টটি পড়েছেন। তাই আপনাকেও অনেক ধন্যবাদ।
thanks
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই ।কাজ হয়েছিল কিন্তু logout করার পর login করলে আবার একই সমস্যা ..এর সমাধান কি ??
১. লগইন করুন।
২. এবার ডানদিকের চিহ্নটিতে ক্লিক করুন।
৩. account settings এ যান।
৪. এবার বামদিকের security ট্যাবে ক্লিক করুন।
৫. এখন দেখুন ডানদিকের প্যানেলে secure browsing দেখতে পাবেন।
৬. edit এ ক্লিক করুন।
৭. এবার rowse facebook on a secure connection (https) when possible এ একটা টিক চিহ্ন দিয়ে save change এ ক্লিক করুন।
এবার দেখুন সব ঠিক হয়ে গেছে :)
ধন্যবাদ
ভাই আমার তা হয়্তেচে na .
সবার হবে না। আমি মনে করি বিশেষ করে গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহারকারী এই সমস্যায় পড়েছে।