সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। টিউনারপেজে শুধু পোষ্ট পড়ি কিন্তু পোষ্ট করি না । তাই ভাবলাম পোষ্ট করে ফেলি । আমার টিউনটি একদম নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পযন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট করা যায় । আসুন প্রক্রিয়াটি দেখি ।
My Computer ওপেন করুন ।
সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।
ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।
আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।
ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।
তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।
পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।
তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।
তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।
কিছুক্ষন পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে । Finish এ ক্লিক করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে ।
বাস কাজ শেষ । এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন । এক নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন ।
সবাইকে অসংখ ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।
খুবই ভালো ও কাজের টিউন…….. আমি এই টিউন থেকে নতুন একটি শিক্ষা পেলাম….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…
nice post. it was really important 4 me. thanks, thanks, thanks a lot .
ধন্যবাদ । আপনাদের কাজে এলেই টিউন স্বাথক।
ভাই এর জন্য কি রি রিটেবল cd ব্যবহার করতে হবে
ভাই রিরাইটেবল সিডি তে যা রাইট করেছি তা আবার মুছা যায় । এর জন্য কি রিরাইটেবল cd ব্যবহার করতে হবে না। নরমাল সিডি হলেই চলবে। ধন্যবাদ ।
এর জন্য রি রিটেবল cd ব্যবহার করতে হবে না । নরমাল সিডি হলেই চলবে
সুধু কি CD করা যাবে DVD করা যাবেনা ?
সুধু CD করা যাবে DVD করা যাবেনা
সুধু কি CD করা যাবে DVD করা যাবেনা ?
আমি ডিভিডি তে try করি নি । :(
DVD করা যাবেনা
খুব ভাল হয়েছে, চালিয়ে যান………..
ধন্যবাদ T.Parvez ভাই । চেষ্টা করবো
SUPER POST
ধন্যবাদ
দারুন লাগলো
ধন্যবাদ । আপনার মন্তব্যটি দারুন লাগলো ।
ডিপ্ত ভাই দারুণ পোষ্ট লিখেছেন আপনার প্রথম পোষ্টে। সাবাস! চালিয়ে যান।
পোষ্টটি তাদের কাজে লাগবে যাদের হাতের কাছে বার্ণ করার সফটওয়্যার নেই। :) প্রথম প্রথম এভাবেই করতাম যখন সফটওয়্যার ছিল না :)
Dipta দাস, এমন চমৎকার একটা টিউন লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Win-7 এ burn নামে option আছে এটা দিয়ে কি CD write করা যায়? গেলে এর সুবিধা অসুবিধা কি বা উপরের নিয়মের সাথে এর পার্থক্য কি ?
gani ভাই Win-7 এ burn নামে অপশন টা দিয়ে সিডি রাইট করা যায় । এর সুবিধা অসুবিধা উপরের নিয়মের সাথে একই রকম ।
Win-7 এ burn নামে option আছে এটা দিয়ে কি CD write করা যায় । সুবিধা অসুবিধা একই
ধন্যবাদ আপু । :) অনেক ধন্যবাদ । :) আপনারা এভাবে সাপোর্ট করলে অনেক ভালো লাগে । :) :)
ধন্যবাদ আপু । :) অনেক ধন্যবাদ :) আপনারা এভাবে সাপোর্ট করলে অনেক ভালো লাগে । :) :) :)
প্রথম টিউনেই বাজিমাত :D অসাধারন টিউন বস । চালিয়ে যান ; আপনার কাছ থেকে এরকম আর অনেক অনেক উপকারী এবং দরকারি টিউন আশা করছি :D ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটা টিউন লেখার জন্য :) ভালো থাকবেন :)
ধন্যবাদ pirate_king ভাই । মন্তব্য করার জন্য :) ভালো থাকবেন :)
সুপার টিউন ।। । সবার উপকারে আসবে । । :) :)
ধন্যবাদ সাইভার ওয়ার্ল্ড ভাই । :) :)
দারুন । :D
ধন্যাবাদ :v
khub valo hoyesa.priyote rakhlam…
ধন্যাবাদ মন্তব্য করার জন্য ।