আসসালামু আলাইকুম ।
অনেকের কাছে সুনলাম 3d চশমার দাম অনেক ।
একজনের কাস থেকে জানতে পারলাম 3D চশমার দাম প্রায় ২৫০০০ টাকা! তাই অনেক খুজাখুজি শুরু করলাম
কম খরচে কিছু করা যাই নাকি । অনেক তথ্য জানার পর এইটা বানানর কৌশল জানতে পারলাম ।
তাই আপনাদের সাথে শেয়ার করতেসি ।
কেও আগে থেকে জেনে থাকলে ভাল আর না জেনে থাকলে এখন দেখুন ।
3D চশমা বানানোর জন্য যা যা প্রয়োজন-
১.মোটা কাগজ (খাতার মলাট ব্যাবহার করতে পারেন )
২.কাচি ,পেপার কাটার/ব্লেড
৩.লাল আর নীল রঙ এর সেলপিন (celopin) পাপের (যেকোনো বিয়ে সাজানির দকানে পাবেন)
৪.আঠা (ফেভিকল হলে ভাল হই )
মূল্য-তালিকা:
*সেলোপিন পেপার- লাল রং এর একটি + নীল রং এর একটি(১৫+১৫=৩০ টাকা)
*ফেভিকল আঠা – ৩০ টাকা।
আর অন্যান্য জিনিশ(ক্যাচি, ব্লেড/পেপার কাটার, মোটা মলাট) সাধারনত সবার ঘরেই থাকে।
এবার মুল পর্বে আসা যাক। প্রথমে এইখান থেকে www.google.com/intl/en/landing/chrome/cadie/glasses.pdf ফাইলটি ডাউনলোড করে নিন, অথবা ফাইলটি দেখে দেখে ছবিটি প্রথমে একে নিন এবং পরে কেটে নিন মাপ্ মত। আর চশমার পা দুটিও কেটে নিতে ভুলবেন না।
এবার, চশমাটি চোখে দিলে যে পাশটি ডানদিকে থাকে সেপাশে নীল সেলোপিন পেপার আঠা/গাম দিয়ে লাগিয়ে নিন। অনুরুপভাবে অপরপাশে অর্থাৎ বামপাশে লাল সেলোপিন পেপার লাগিয়ে নিন। এবার আঠা দিয়ে পা দুটিও লাগিয়ে নিন।
শুকানোর জন্য ১৫ মিনিট সময় দিন। ব্যস, তৈরি হয়ে গেল 3D চশমা। এবার উপভোগ করুন….।
চাইলে এখান থেকে (http://farm4.static.flickr.com/3442/3381129221_99713d985c_o.jpg) কিছু 3D image Download করে নিতে পারেন। অথবা http://images.google.com এ সার্চ দিতে পারেন।
ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
অসাধারন !!!
Dc Boy Russel
থ্রী-ডি গ্লাস দিয়ে সব কি দুইটা দুইটা দেখা যায় ?
ভাই সেলোপিন পাপের কথায় পাব ? গুলশান এ পাওয়া যায় এমন এক দোকান এর নাম বলুন ??
বললে উপকৃত হব …. :D
বিয়ে সাজানির দোকানে পাবেন ।
আমি গুলসান থাকি না বলতে পারলাম না :(
What is cellophane paper?
From where I will get cellophane paper in Gulshan, Dhaka????
হা হা হা হা …মাগো হাস্তে হাস্তে মইরা গেলাম। আরে মিয়া টিউনের প্রথমে লিখসেন ৩ ডি চশমার দাম ২৫০০০(পঁচিশ হাজার) টাকা মাত্র লল …
ওরে ভাই আইডিবি বা মাল্টীপ্লান সেন্টারে ৩০০ টাকা তে ৩ড গ্লাস পাওয়া যায় ।
ভাই আপনার কথা সুনে আমিও হাসি থামাতে পারতেসি না .
আপনি সম্ভবত জানেন না এই গুলার দাম .
৩০০ টাকার 3d গ্লাস যেমন আসে তেমনি ২২০০০-২৫০০০ হাজারের তাও আসে . সুদু তাই না এর তাকেও বেসি দামের আসে .
না জেনে থাকলে এখানে দেখুন
http://www.google.com/search?q=price+of+3d+glasses&hl=en&sa=X&biw=1366&bih=667&tbm=shop&prmd=imvns&tbs=price:1,ppr_min:100&ei=XiQeT9eDLsuDtQavpMCYDA&ved=0CL8BEMEJKAI
ধন্যবাদ .
ভাই আমিও সেতা জানি । কিন্তু আপনি হয়ত জানেন না যে ২০০০ – ২৫০০০ হাজার টাকার থ্রি ডি গ্লাস সেলফেন পেপার এর মত এত লাল আর নিল হয় না । তাহারা দেখতে সাদা হয় । এবং সেই গ্লাস গুলার জন্য আপনাকে থ্রি ডি টিভি অথবা থ্রি ডি মনিটর লাগবে । আমি নিজে আইডিবি তে দেখে আসেছি । সনির থ্রি ডি গ্লাস এর দাম ১০০০০ টাকা । বাণিজ্য মেলায় । আর আপনি যেইটার টিউটোরিয়াল দিসেন সেইটার দাম ২৫০ – ১০০০
টাকা । আমি নিজেও কিন্সি ২৫০ টাকা দিয়ে আইডিবি থেকে ।
ধন্যবাদ।
wOw
মাও :D
প্রিয় বন্ধু, আপনার এই টিউনটি খুবই ভালো টিউন…… আমি প্রতিদিন 16-20 ঘন্টা কম্পিউটারে কাজ করি.. আমার খুবই কাজে লাগবে………..ধন্নবাদ
ভাইয়া আপনি মনে হই এক জাইগার কমেন্ট আরেক জাইগাই লিকেসেন …। :দ
আপনি কি নিজে চেস্টা করে দেখেছেন ? কারণ অনেক ব্লগ এই নিয়ম লেখা আছে কিন্তু কেউ বলে নাই যে নিজে চেস্টা করেছেন
সত্য বলতে দোষ নাই ।
না আমি নিজে চেষ্টা করি নাই ।
আপনি টো ব্লগ দেখেসেন কিন্তু গুগল এ একবার দেখতে পারেন এইটা নিয়ে অনেক কিছু পাবেন ।
আর ওইখানে এইটা বানানর বেপারে মতামুতি বলা আসে ।
আমি আপনাকে একটি লিঙ্ক দেই দেখে নেবেন ।
http://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&ved=0CC8QFjAB&url=http%3A%2F%2Fpaperproject.org%2FPDF_files%2F3dglasses.pdf&ei=fIcbT9e8FsW38gO19_37Dg&usg=AFQjCNEARftCrLEP_N9Vl9khhwF2PfdSzw&sig2=iyl_B5ZwHBlmOlPO4pt_ক্ব
আসলে 3d গ্লাস এর আমার কোন প্রয়োজন পরে নাই এখনও কিন্তু যার প্রয়োজন পরবে সে অবশ্যই
একবার বানানর চেষ্টা করবে ।
ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
পোস্টের জন্য ধন্যবাদ , আসলে অলস মানুষ তো তাই নিশ্চিত না হয়ে কিছু করতে মন চায় না, অনেক ব্লগ এ লেখা আছে এটা দিয়ে ৬০% কাজ চালানো যায় , তাই বললাম , কিহু মনে করবেন না
আমিও আপনার মতই ভাই …
অলসের কারখানা …. :D
আরো পোস্ট চাই ………………………………………………..
ইনশাল্লাহ করব … :)
কিংকর্তব্যবিমুঢ
কি কোন ভাই বুজি নাত …… :P
সেলপিন কি জিনিস,একটু বুজিয়ে বলবেন প্লীজ
ভাই সেলপিন হলও এক দরনের প্লাসটিক এর পাপের কিন্তু পুরাপুরি প্লাসটিক না ।।
আপনি ছবিতে সাদা যে ছস্মা দেক্তেসেন সেইটাতে যে নীল আর লাল পাপের দেখা যাসে সেইতাই হলও সেলপিন ।
ধন্যবাদ ।
ভাই,আসলে কি কাজ হয়?
বানিয়ে দেখুন তাইলেই বুজবেন ।
ধন্যবাদ ।
:দ
বস, কি আর বলবো, এটা নিয়ে কালকে অনেক ঘাঁটাঘাঁটি করসিলাম। আপনার পোস্ট দেখে পুরা মজা পাইলাম। আশা করি আমাদের কে ভবিষ্যতে আরও চরম চরম জিনিস সেখাবেন।