আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আল্লাহ সবাইকে ভাল রাখুন এই কামনা করি।
পোস্ট টি দিতে অনেক দেরী হয়ে গেল……
আসলে ব্যক্তিগত কিছু কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পরেছি……যার কারণে নেটে বেশিক্ষণ থাকতে পারি না…..
আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন……..
===================================
গত পর্বে আমরা জেনেছিলাম কি ভাবে উবুন্টু তে ইন্টারনেট সেটআপ করা যায়।
আজকে আমরা জানব কি ভাবে উবুন্টু তে কোন সফটওয়্যার ইন্সটল করা যায় ।
উইন্ডোজ এর ক্ষেত্রে আমারা কোন সফটওয়্যার সেটআপ করার জন্নে মুলত .EXE বা .MSI ফাইল ব্যবহার করা হয় ।
উবুন্টু তে সফটওয়্যার ইন্সটল করার অনেক গুলু উপায় বা পদ্ধতি আছে ।
১. .DEB ফাইল দিয়ে ইন্সটল।
২. Ubuntu Software Center এর মাদ্ধমে সরাসরি ইন্সটল ।
৩. Symenthik Packeg Manager এর মাদ্ধমে ।
৪. কমান্ড এর মাধ্যমে.
আমরা ধারাবাহিক ভাবে সবগুলু নিয়ে আলোচনা করার চেস্টা করব.
প্রথমে বলে নাই……যে উবুন্টু তে আপনি সফটওয়্যার সেটাপ দিবেন তা সবসময় এর sustem file অর্থাত C drive এ সেটাপ হবে . অন্য কোথাও হবে না.
>>>.DEB ফাইল দিয়ে ইন্সটল।
১) প্রথমে আপনি যে সফটওয়্যার ব্যবহার করবেন তার .DEB ফাইল টি যোগার করুন.ফাইল টি এমম হবে (*****.deb)
২) এবার ফাইল টির উপর ডাবল ক্লিক করুন. বা রাইট বাটন ক্লিক করে Open With Ubuntu Software Center সিলেক্ট করুন.
৩) সফট টি Ubuntu Software Center এ ওপেন হবে.
৪) এবার ডান পাশে ইনস্টল লেখা পাবেন তাতে ক্লিক করুন.
password চাইবে ….দিন…..এবং ইন্টার করুন…..
আপনার কাজ শেষ ………. এখন যা করার উবুন্টু করে নবে …এবং কাজ শেষ হলে আপনাকে জানিয়ে দিবে.
>> Ubuntu Software Center এর মাদ্ধমে সরাসরি ইন্সটল ।
উবুন্টু তে সফটওয়্যার ইনস্টল করার সবচাইতে সহজ উপায়.
* কিবোর্ড থেকে স্টার্ট কি চাপুন…..
উবুন্টু লিখে সার্চ করুন….নিচের মত আসবে এখান থেকে Ubuntu software Center এ ক্লিক করুন.
এখান থেকে আপনার দরকারী জিনিস টি আপনি খুঁজে বার করুন.
এখন ইনস্টল এ ক্লিক করুন…
password চাইবে ….দিন…..এবং ইন্টার করুন…..
ব্যাস কাজ শেষ …………
জাকরার সব ওই করে নিবে…….
আসলে কি উবুন্টু এর মত সরল সুজা garlfriend আমি আর একটাও পাই নাই…….
যা বলি তাই করে কখনো ডিস্টার্ব দেয় না……:)
আজ এইপর্যন্ত ই থাকলো…..
পরের পর্বে আমরা বাকি ২ টি উপায় নিয়ে আলোচনা করব.
সাথেই থাকবেন…….
ধন্য+++++++++++++++++++++++++++
বস, উইন্ডোজ এর গেম কিভাবে উবুন্টু তে রান করাবো? সিস্টেম থাকলে জানান।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি আমার হার্ড ডিস্ক ar কোনো কিসু ই তু পাই না ..কেমনে পাব ..
:)
পরের পর্বের অপেক্ষাতে আছি
ধন্যবাদ ।
বাকি পর্বের জন্য অপেক্ষাই আসি ।
সাথেই থাকুন ….
ধন্য ++++++++++
চরম হইতাসে বস।
ধন্য ++++++++ বস.
আপনার চেইন টিউন থেকে “আজগর((PYThon)এর সাথে প্রোগ্রামিং। “(১-৬) পর্যন্ত কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না।
এটা আমার টিউন এর ক্ষেত্রেও হচ্ছে। কিছু বুঝতে পারছি না।
আমিও জিনিসটা দেখেছি……
দেখি কি করা যায়…..
ধন্য++++++সাথেই থাকবেন.
পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করছি।
দারুণ হচ্ছে ।
সাথেই থাকুন………..ধন্য++++++
windows এর সব গমে কলবে উবুন্টু তে?
আমি যত টুকু জানি……….. যায়…….
সামনে আসতেছে………..সাথেই থাকবেন ….ধন্য+++++++++
ধন্যবাদ…সুন্দর হয়েছে অনেক….