আমি অনলাইন জগতে নতুন।টিউনার পেইজ এর অনেক টিউন পড়ে অনলাইন ইনকাম এর দিকে ঝুকে পড়ি।বেশ কয়েকটি PTC সাইট এ ইনকাম করেছি। কিন্তু আমার কোন ভেরিফাইট পে-পাল বা ভেরিফাইট এলার্ট-পে অ্যাকাউন্ট নাই। বাংলাদেশ-এ পে-পাল সাপোর্ট করে না।আমি আমার লন্ডন প্রবাসি কাজিনকে অনেক অনুরোধ করেছি,কিন্তু তাতেও কোন লাভ হয় নি।আমার এলার্ট-পে একাউন্ট আছে কিন্তু ভেরিফাইট না।আমি Master Card এর জন্য payoneer এর কাছে তিন মাস আগে আবেদন করেছি,কিন্তু এখনো পাই নি।ওদের সাথে যোগাযোগ করেছি কিন্তু কোন লাভ হল না।একজন ছেলের সাথে এ ব্যাপারে কথা বলেছি।ও আমাকে বলেছে টিউনার পেইজে একটি টিউন করতে।আমি অনেক মানুষ এর কাছে সাহায্য চেয়েছি,কিন্তু আমায় কেউ সাহায্য করলো না।এখন আপনারাই আমার শেষ ভরসা।যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমাকে ভেরিফাইট পে-পাল/অ্যালার্ট পে অ্যাকাউন্ট দিয়ে সাহায্য করেন তবে আমি চিরকৃতজ্ঞ হবো। বিনিময়ে আমি সাহায্যদাতাকে টাকা দিতেও রাজি আছি।আমার ইমেইল- prothomtu@gmail.com, মোবাইল-০১৭১২-৮৩৬৬৮৩ ।সকলকে ধন্যবাদ।
ভেরিফাইড পেপাল দিতে পারব ৮০০ টাকা (ওয়ান টাইম) আর এখন আপনার ভেরিফাইড না হলেও চলবে, পিটিসি থেকে টাকা নিতে ভেরিফাইড না হলেও চলে। তবে পিটিসি সাইট যদি ভেরিফাইড একাউন্ট চায়, সেটা ভিন্ন কথা। আমাকে পাবেনঃ http://www.facebook.com/leo.plabon
প্লাবন ভাই unverified Alertpay account থেকে কি ১-২ ডলার আনা যায়।থাকলে প্লিজ একটু বলেন।
আনভেরিফাইড এলার্টপে তে ৪০০ ডলার পর্যন্ত আনতে পারবেন।