আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
কার্টুন জগতে সাড়া জাগান চরিত্র Doreamon। ছোট থেকে বড় সকলের মুখে এখন পরিচিত এক নাম। জনপ্রিয় এই কার্টুন টি চলুন আমরাও জেনে আসি!
Doreamon দ্বিতীয় শতাব্দী থেকে আশা একটি ক্যাট রোবট। সে টাইম মেশিন এ ভর করে আশে অতীতে অর্থাৎ বর্তমান সময়ে। তার সাথে পরিচয় ঘটে নবিতা নামের এক স্কুল ছাত্রের সাথে। সেখান থেকেই শুরু হয় কাহিনি সূত্র। নবিতা খুব ই ফাঁকিবাজ , অলস প্রকৃতির ছেলে বন্ধু দের কাছে মার সহ টিটকারি তার পতিদিনের প্রাপ্তি। নবিতা কে বদলে দিতে ডরিমন সব সময় ই চেষ্টা করে এবং ২১ শতাব্দির বিভিন্ন গেজেট দেয় । কিন্তু নবিতা গাজেট গুলোর ভুল ব্যাবহার করে। ডরিমন নবিতা কে দিয়ে জর করে হোম ওয়ার্ক করায় এবং পরতে বসায় এভাবেই চলতে থাকে ডরিমন এর চেষ্টা।
Doreamon কার্টুন টি জাপান এর। মুলত এটি ছিল একটি কমিক সিরিজ । জাপান এর জনপ্রিয় মাঙ্গা সিরিজ এর কমিক এটি। বহু ভাষায় অনুবাদ করা হয়েছে কমিক ও কার্টুন ভার্সন । যদিও এটির বাংলা ভাষায় অনুবাদ এখন হয় নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটিকে হিন্দি ভাষায় অনুবাদ করেছে।
ডরিমন এর হিন্দি ভার্সন এর পর্ব গুলো দেখতে ভিজিট করুনঃ
http://www.doreamonhindiepisodes.blogspot.com/
doreamon এর থিম গানঃ
Five Year old Bangladeshi Girl Instructing how to draw Doraemon and Nobita
Doreamon এর ফাইনাল এপিসোড (ইংলিশ কমিক আকারে)
Doreamon এর অনলাইন গেম খেলতে ভিজিট করুনঃ
www.doraemongames.net/
disney / hungama এই দুইটি কার্টুন চ্যানেল এ চোখ রাখলেই পাবেন ডরিমন এর দেখা :D
সবাই ভাল থাকুন। ভাল রাখুন। ধন্যবাদ।
আমার প্রিয় কাটুন এটা ।।। :) :)
“ডরিমন এর হিন্দি ভার্সন এর পর্ব গুলো দেখতে ভিজিট করুনঃhttp://www.doreamonhindiepisodes.blogspot.com/”পুরো ফালতু পোস্ট।ব্লগ পুরই ফাঁকা। ভিজিটর বাড়ানোর জন্য পোস্ট করলে ডিলিট করেন।
একটা লিঙ্ক এ সমসসা আছে. আগে পোস্ট থাকলেও এখন দেখতে পাচ্ছি না . আর সাইট তা আমার না যে ভিজিটর বাড়াব. সব কিছু নেগাতিভে ভাবে নিবেন না. ভুল তো হতেই পারে .
দুঃখিত, কার্টুন দেখার শখ সেই ছোটবেলা থেকেই আছে তাই; যখন গিয়ে দেখতে পেলাম না তখন প্রচণ্ড রেগে গিয়েছিলাম।
কিছু মনে করবেন না। পারলে সঠিক লিঙ্ক দিবেন।
সুন্দর tune
Anik Datta
জানি জানি …।
মজাই লাগে দেখতে …।
আলগা কিছু তথ্য দেয়ার জন্য ধন্যবাদ ।