মহান সৃষ্টিকর্তার মেহেরবানিতে আসা করি সবাই ভালো আছেন। ২০১১ কে বাংলা প্রজুক্তিময় বছর হিসেবে বিদায় জানাতে আমাদের এই ব্লগিং কন্টেস্ট। নতুন বছর ২০১২ উপলক্ষ্যে গত পহেলা নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ২ মাস এই ব্লগিং হয়েছে। বাংলা ভাষায় আইটি বিষয়ক আরো লেখক তৈরী করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমাদের সাধ্য নেই আপনাদের সঠিক মূল্যায়ন করা, কোন লেখক কে আসলে সঠিক মূল্যায়ন করা কখনই সম্ভব নয়। একজন লেখকের স্থান অনেক উপরে। এই আয়োজন আসলে ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে। বিজ্ঞান ও প্রযুক্তিকে সকলের কাছে আরো উন্মুক্ত করে তুলতে আমাদের এই আয়োজন। টিউনারপেজ এর বিভিন্ন বিভাগে লেখা জমা দিয়ে জিতে নিন ১১টি আকর্ষণীয় পুরষ্কার এবং যে কোন পোস্টে মন্তব্য করেও জিতে নিতে পারেন ফ্রী টকটাইমসহ আকর্ষণীয় উপহার। এই কন্টেষ্টটি শেষ হল গত ৩১শে ডিসেম্বর, ২০১১ ইং তারিখে। যারা এই ব্লগিং কন্টেষ্ট আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ। আসলেই আপনাদের মেধার মূল্যায়ন করার সামার্থ্য বা যোগ্যতা আমাদের নেই।
ব্লগিং কন্টেস্ট ২০১১ : জিতে নিন ১১টি এক্সক্লুসিভ পুরষ্কার

এই আয়োজনে অনেকই অংশগ্রহণ করেছেন। আর এই আয়োজনের জন্য ৫ জন টিজে ও ৬ জন টিজে-মেন্টর নির্বাচিত হয়েছেন। আমরা আন্তরিক ভাবে দুক্ষিত পুরস্কার দিতে আমাদের ১০দিন দেরি হয়ে গেছে আমাদের কিচু সমসস্যার কারনে।
লেখা জমা দিয়ে ৫ জন টিজে জিতে নিয়েছেন ৫টি আকর্ষণীয় পুরষ্কার
-
১ম পুরষ্কার পেয়েছেন টিজে অনির্বাচিত টিউনার™ – ( ১ বছরের জন্য একটি ডোমেইন + ১ বছরের জন্য একটি হোস্ট + ওয়েব সাইট সেটাপ)
-
২য় পুরষ্কার পেয়েছেন টিজে – ইয়াসির আরাফাত – (১ বছরের জন্য একটি ডোমেইন + ১ বছরের জন্য একটি হোস্ট)
-
৩য় পুরষ্কার পেয়েছেন টিজে অনিক – (একটি ৪ গিগাবাইট পেন ড্রাইভ + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ।)
-
৪ পুরষ্কার পেয়েছেন টিজে Sazzad Hossain – (একটি ফোল্ডিং কীবোর্ড + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ)
-
৫ম পুরষ্কার পেয়েছেন টিজে তামিম(বাংলার মানুষ)– (১বক্স (১০ টি) ব্ল্যাংক ডিভিডি + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + ৫০ টাকা ফ্লেক্সিলোড )
মন্তব্য করে ৬ জন টিজে-মেন্টর জিতে নিয়েছেন ৬টি আকর্ষণীয় পুরষ্কার
-
১ম পুরষ্কার পেয়েছেন ২জন টিজে নয়ন এবং টিজে HyBrid তানভীর – (প্রত্যেকে পাবেন ৫০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ)
-
২য় পুরষ্কার পেয়েছেন আবারও টিজে নয়ন এবং টিজে আব্দুল মালেক – (প্রত্যেকে ৫০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই)
-
৩য় পুরষ্কার পেয়েছেন টিজে ইয়াসির আরাফাত এবং আবারও আব্দুল মালেক – (প্রত্যেকে ৫০ টাকা ফ্লেক্সিলোড)
(মন্তব্য ২ ভাগে ভাগ করা হয়েছে প্রতি মাসে ৩জন বিজয়ী হয়েছেন মোট ৬ জন ২ মাসে)
পুরস্কার গ্রহন করতে অতি দ্রুত আমাদেরকে আপনার মোবাইল নাম্বার এবং পুরস্কার পাঠানোর ঠিকানা দিয়ে মেইল করুন tunerpage@hotmail.com এ অথবা এই পোস্টের মাঝে মন্তব্য দিন
(এ মেইল অবশ্যই সেই মেইল আইডি থেকে করবেন যেটি দিয়ে আপনি টিউনারপেজে পোস্ট এবং মন্তব্য করেছেন)
একই সাথে অভিনন্দন ও অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনের স্পন্সর ছিলেন ও বিচারক মন্ডলী ছিলেন।
আমাদের ব্লগিং কন্টেস্টের স্পন্সর হয়েছেন যারা -|||| ২টি হোস্ট দিচ্ছেন আদি ইসলাম (http://www.aptctg.com/) |||| ২টি ডোমেইন এবং একটি ৪ জিবি পেন ড্রাইভ দিচ্ছেন জামিল হোসেন সেজান (http://www.alokborsho.com ) |||| এবং কম্পিউটার বিষয়ক বই গুলো দিচ্ছেন মোহাম্মদ ইখতিয়ার হোসেন (www.e-tech-world.com) |||| । আপনাদের প্রাণঢালা ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। টিউনারপেজ আপনাদের কাছে কৃতজ্ঞ।
=========================================================================
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগিং কন্টেষ্টটি সফল করার জন্য। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
===========================================================================
আমার কিবোর্ডের কি খবর?কিভাবে পাবো কিবোর্ড?মজার ব্যাপার আমার বাসায় বর্তমানে কম্পিউটারই নাই।
:P :P :P
বিজয়ীদের শিশির ভেজা শুভেচ্ছা জানাচ্ছি
(একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ) …..
এই জিনিসটা আমাকে একট বোঝাইয়ে বলবেন …প্লিজ …..
ফ্রি হোষ্ট + ফ্রি ডোমেইন হল ডোমেইন ও হোষ্ট আপনাকে ফ্রিতে পাওয়া সার্ভার থেকে দেয়া হবে
মানে যা করার ওনারা করবে পরে আমারে username আর password দিয়ে দ্দিবে????
জ্বী, আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি পরে নিজের মতো করে পাসওয়ার্ড পরিবর্তন + সাইটের কাজ দরকার হলে করতে পারবেন :)
আমাদের সম্মানিত বিজয়ী টিজেগণ! যারা বই পাবেন তার তাদের পার্শ্ববর্তী কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করুন (যদি বাসাতে পৌঁছাতে দেরি হয়)।
নয়ন এর বুকিং নাম্বার : ১৭৯৮৯২
তানভীর এর বুকিং নাম্বার : ১৭৯৮৯১
আ: মালেক এর বুকিং নাম্বার : ১৭৯৮৯৩
তামীম এর বুকিং নাম্বার : ১৩৯০০০
টিউনারপেজের সাথেই থাকুন। ;)
ধন্যবাদ ভাই।
ইখতিয়ার ভাই আমার জন্য কিছু বই পাঠান :)
ধন্য+++++ভাই.
অনেক ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ.