বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আমরা অনেকেই গান শুনতে শুনতে ব্রাউজ করে থাকি।কিন্তু যাদের ডেডিকেটেড মিউজিক কি(সাইডে যে গান চেন্জ অথবা ভলিয়ম কমানো বাড়ানোর জন্য যে বাটন থাকে ex:nokia 5130) নেই তারা ইচ্ছেমত গান চেন্জ করতে অথবা ভলিয়ম কমাতে বাড়াতে পারেন না।উদাহরন নকিয়া ২৭০০ ক্লাসিক।তাদের জন্য একটি ট্রিকস।প্রথমে আপনি ব্রাউজার (OPERA MINI or UC browser) ওপেন করুন।এরপর এড্রেসবারে www.youtube.com এ যেয়ে যে কোন ভিডিও সিলেক্ট করুন এবং প্লে করুন।দেখবেন (অপেরা মিনি অথবা UC ব্রাউজার) মিনিমাইজ হয়ে আপনাকে মিউজিক প্লেয়ারে নিয়ে গেছে।এবার দেরি না করে ভিডিও লোডিং PAUSE করে MENU>GO TO MUSIC MENU>ALL TRACKS থেকে গান সিলেক্ট করে শুনতে পারবেন।ওইখান থেকে ভলিয়ম কমাতে এবং বাড়াতে পারবেন।চিন্তার কিছু নেই আপনার ব্রাউজার (অপেরা মিনি অথবা UC ব্রাউজার)তখনো মিনিমাইজ হয়ে থাকবে।একই পদ্ধতিতে আপনি যদি ভিডিও দেখতে চান তাহলে MENU>GO TO MUSIC MENU>VIDEO থেকে ভিডিও দেখতে পারবেন।
পরবর্তীতে যাতে আর ইউটিউবের ওয়েবসাইটে যেতে না হয় সেজন্য আপনি ওই ভিডিও পেজটিকে সেভ করে রাখুন আপনার ব্রাউজারে (অপেরা মিনি অথবা UC ব্রাউজারে)।
মন্তব্য করতে ভুলবেন না।
এর আগে এটি আমার ব্লগে প্রকাশ করেছি।
খুবই সুন্দর পোস্ট। আমার X2তে দরকার নাই। তবে যাদের দরকারে লাগবে তাদের পক্ষথেকে অনেক ধন্যবাদ আপনাকে।
এর চাইতে জাভাতেই এপটি সত্যিকারের মিনিমাইজ করে মিউজিক চেন্জ করলেই হয়। এছাড়া এর ফলে একাধিক এপ ও চালাতে পারবেন। ধন্যবাদ টিউনের জন্য
আপনি যে রকম সফটওয়ারের কথা বলছেন সেইরকম আমার কাছে ৩০ টার মত মাল্টি সফটওয়ার আপলোড করা আছে যেগুলো মিনিমাইজ করে ব্যাবহার করা যায়।সময়ের অভাবে টিউন করতে পারছি না।
ai process ta khub sundor..
সুন্দর পোস্ট… কাজের… :)
ধন্যবাদ মন্তব্য করার জন্য
মামা opera/uc কোন কোন ভারশনে চালাইতে পারমু ।
OPERA MOD দিয়েও ভালভাবে চালান যায়… মিনিমাইজও করা লাগেনা… :)
ধন্যবাদ আপনাকে
লিঙ্ক:- http://www.tunerpage.com/archives/33783
হম।
সব ভার্সনেই হবে
চরম …………………………………!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ