আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সকলেই ভাল আছেন এবং আপনার আশে পাশের সবাইকে ভাল রেখেছেন। নিজে ভাল থাকবেন ও আপনার পাশের মানুষটিকেও ভাল রাখবেন। tunerpage.com এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।
গত ১০ অক্টোবর টিউনারপেজ থেকে একটি উদ্যোগের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। উদ্যোগটি ছিল ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন। প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। রাজপথের এই সকল মানুষদের এক বেলা খাবার এর ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে বর্তমানের এই সময়ে ? তারা রাত কাটায় পথে-প্রান্তরে, তাদের শিশুদের নিজেদের বুকের ভিতর নিয়ে শীতের রাত্রি পাড়ি দেয়। বৃদ্ধরা ধুঁকে ধুঁকে পাঞ্জা লড়ে নির্মম প্রকৃতির সাথে।
- সকলের মিলিত সাহায্যে রাজপরথের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায়, দুস্থ মানুষদের গত ৮ই ডিসেম্বর ২০১১ইং দিবাগত রাতের ১২টা থেকে সকাল ৬.৩০ পর্যন্ত পুরো ঢাকা শহরে ৭০০ পিস সোয়েটার আমরা বিতরণ করতে পেরেছি। টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ (ঢাকা): শতভাগ সফলতা অর্জন
- এর পরে আমাদের টিউনারপেজের টিম মেম্বাররা মিলে গত ২৪/১২/২০১১ তারিখে সকলের মিলিত সাহায্যে রাজপরথের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায়, দুস্থ মানুষদের ৩০০ পিস সোয়েটার আমরা বিতরণ করতে পেরেছি। চট্রগ্রামে সফল ভাবে পূর্ণ হল টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ
এবার আমাদের টিম রাজশাহীর অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছেন
(এবার আমাদের টিউনারপেজ টিম আরো ৩০০ পিস সোয়েটার বিতরন করেচেন রাজশাহীর অসহায় মানুষদের মাঝে গত ৩০/১২/২০১১ তারিখে)
কৃতজ্ঞতা স্বীকার
[যারা এই অর্থ দিয়ে এই অসহায়, দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার দুঃসাহস আমাদের আসলেই নেই। যারা যারা এই পর্যন্ত অর্থ সহযোগিতা করেছেন এই অসহায়, দুস্থ মানুষদের জন্য, তাদের তালিকা নিচে দেয়া হল। ]
সেই সকল হৃদয়বান মানুষ এই অসহায়, দুস্থ মানুষদের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করেছেন, তারা হলেন
- কাউসার হামিদ
- নাম প্রকাশে অনিচ্ছুক (উইনাইটেড কিংডম)
- সাকিল ইসলাম (সাক, ইউএসএ)
- mig33 (গ্রীস)
- আব্দুস সামাদ (মাহি, সৌদি আরব)
- বিপ্লব (কুয়েত)
- ফারহানা সারমিন (অস্ট্রেলিয়া)
- মোঃ জাহিদুল ইসলাম (সৌদি আরব)
- অতিরিক্ত একজন
- মাসুদ চৌধুরী (কোলবালিশ, সৌদি আরব)
- নাম প্রকাশে অনিচ্ছুক (ক্যনাডা)
- ইয়াসির আরাফাত
- সুমন
- নাম প্রকাশে অনিচ্ছুক (সুইডেন)
- কাম্রুজ্জামান (ব্রুসেলস)
- মতাহার হোসেন বিমান
- ইমরানুল হক
- রেজয়ানা রহিম সনি (ঢাকা, বাড্ডা)
- নূর
- খৈয়াম,
- রাজু,
- জনি,
- হান্নান খান (তিনি বেশ কিছু পুরনো কাপর দিয়েছেন। প্রায় ৩০ থেকে ৪০টি)
- জি.এম.পারভেজ
- নাম প্রকাশে অনিচ্ছুক (বাংলাদেশ)
- তামান্না
- মো: ইখতিয়ার হোসেন
- নাম প্রকাশে অনিচ্ছুক (ফ্রান্স)
- নাজমুস সাকিব চৌধুরী
- তামিরা আজম
- মহসিনা আরিফা
- মহা প্লাবন
(এছারাও বিভিন্য ভাবে আমাদের সাহায্য করেছেন প্রতিটি ভিসিটর যারা “শীতবস্ত্র সাহায্য” পোস্ট টি ফেসবুক সহ বিভিন্য জায়গায় শেয়ার করেছেন (২৪০০ বার শেয়ার হয়েছিল এই পোস্ট টি) এছারাও অনলাইন সাহায্য করেছেন মহসিনা আরিফা এনি, শাওন রহমান, প্রিয়ন্তি রহমান প্রিয়, গধুলি, সাজের বেলা, শেষ বিকেল, সন্ধ্যা, ডিজিটাল টিউনার, সাইফুল্লা, পুদিনা পাতা।
টিউনারপেজের পক্ষে রাজশাহী এবং চাপাঁই নবাবগঞ্জ এ যারা শীতবস্ত্র বিতরণ করেছিলেন :
- জামিল হোসেন সিজান
- গফুর চাচা
- কাউসার হোসেন
- কালাম
- মামুন
- মোস্তফা
- রাশিকুল
- কাদির উদ্দিন
- ডা:জালাল উদ্দিন ।
টিউনারপেজ সবাইকে প্রান ঢালা ভালবাসা ও অভিনন্দন জানায়।
অসাধারণ সেই মুহূর্তের কিছু মুহূর্তঃ-
এছারাও রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে আরো ২০০টি ছবি আছে আমাদের টিউনারপেজ ফেসবুক গ্রুপে
এভাবেই শেষ হল আমাদের শিতবস্ত্র বিতরন কর্মসূচী এই বারের মত। আমরা এই পর্যন্ত ১,৩০০ পিস সোয়েটার বিতরন করতে পেরেছি সম্পূর্ণ আপনাদের সাহায্যের অর্থ দিয়ে। সবাইকে আবারো অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমাদের মাধ্যমে এই মহান কাজটি সম্পূর্ণ সফল ভাবে পূর্ণ করার জন্য। টিউনারপেজ যদি সৃষ্টিকর্তার ইশারায় জীবিত থাকে এবং আগামি বছর এবাভেই যদি সবাই এগিয়ে আসেন আমাদের সাথে তাহলে কথা দিলাম প্রতি বছর আমরা এভাবেই শিত বস্ত্র বিতরন করব। সবাই ভাল থাকুন এবং আমাদের সকল অ্যাডমিন এবং ভিসিটর দের জন্য দয়া করুন।
আমরা আছি সোশিয়াল নেটওয়ার্কে

আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।
- Like করুন “টিউনারপেজ ফেসবুক পেইজ” আর নতুন পোস্ট এর আপডেট নিন ফেসবুকে বসে।
টিউনারপেজ ফেসবুক পেইজ
- Join করুন টিউনারপেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
টিউনারপেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ
- Follow করুন টুইটারে টিউনারপেজ কে।
টিউনারপেজ টুইটার
আপনারা সমাজসেবিক…………. সুসংবাদ………………… আপনাদের চলার পথ পাথেয় হোক……………আপনারা ভালো থাকুন…………ভগবান আপনাদের মঙ্গল করুন……………. ধন্নবাদ….
আপনারা সমাজসেবিক…………. সুসংবাদ………………… আপনাদের চলার পথ পাথেয় হোক……………আপনার ভালো থাকুন…………ভগবান আপনাদের মঙ্গল করুন……………. ধন্নবাদ….
সুবহানআল্লাহ …………………………………………………………………..
বাহ দারুন, অনেক অনেক ধন্যবাদ জামিল ভাই.
কৃতজ্ঞতা জানাই টিউনারপেজকে ও যারা সহায়তা করেছেন এবং শ্রম দিয়েছেন।
ভালো লাগলো …………..
সুপার কাজ করেছেন ইয়াসির ভাই ও জামিল ভাই :) ।। ।
All the best tunerpage.
All the best tunerpage.
পুরোটা পড়লাম ।কি বলবো বুঝতে পারছি না ।তবে একটি কথা বলতে পারি all the best tunerpage.