বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের
জন্য গ্রামীণফোন নিয়ে এলো তাদের নতুন অফার ‘লং টক’।
আজ ১৬ জানুয়ারি ২০১২
থেকে গ্রামীণফোনের সকল প্রিপেইড
গ্রাহকগণ এই নতুন অফারটি উপভোগ
করতে পারবেন যেকোনো জিপি-
জিপি নম্বরে ৩০ মিনিট মাত্র ৭.৫
টাকায় (+১৫% ভ্যাট)।
অফারটি পেতে হলে জিপি প্রিপেইড
গ্রাহকগণকে রেজিস্ট্রেশন করতে হবে,
আর এর জন্য START LT
লিখে পাঠিয়ে দিতে হবে ৯৯৯৯
নম্বরে। রেজিস্ট্রেশন একদম ফ্রি!
রেজিস্ট্রেশন কার্যকর
হবে গ্রামীণফোনের কনফার্মেশন
এসএমএস আসার পরে।
‘লং টক’ এর
রেজিস্ট্রেশেন কনফার্মেশন মেসেজ
আসার পরের প্রথম একটি কলে এফএনএফ-
সহ যেকোন জিপি-
জিপি নম্বরে কথা বলা যাবে একটানা ৩০
মিনিট মাত্র ৭.৫ টাকায় (+১৫%
ভ্যাট)!
যদি ‘লং টক’-এর ৩০ মিনিট
কথা বলা শেষ না হতেই গ্রামীণফোন
নেটওয়ার্ক সংক্রান্ত কোন
কারণে কলটি ড্রপ হয়ে যায়,
তবে গ্রাহকগণ যেকোনো সময় অভিযোগ
করতে পারবেন। এর জন্য ফ্রি এসএমএস
করুন LTP লিখে ৮৪২৪ নম্বরে।
অভিযোগের ১০দিনের মধ্যে উপযুক্ত
গ্রাহককে ক্ষতিপূরণ দেয়া হবে (যে টুকু
ব্যালেন্স ব্যবহার
করতে পারেনি তা গ্রাহকের প্রিপেইড
অ্যাকাউন্টে এ্যাডজাস্ট করা হবে) ।
এই অফারটি সকল স্মাইল, ডিজুস, সহজ,
আপন, বন্ধু, স্পন্দন, একতা, বাঁধন
এবং বিজনেস সলিঊশন প্রিপেইড
গ্রাহকগণের জন্য। অফারটি চলবে ১৬
জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০১২
পর্যন্ত।
অফারটির বিস্তারিত:
গ্রাহকগণ যেকোনো জিপি-
জিপি নম্বরে একটি কলে ৩০ মিনিট
টানা কথা বলতে পারবেন মাত্র ৭.৫
টাকায় (+১৫% ভ্যাট)
এ অফার পেতে START LT
লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে।
এসএমএস চার্জ প্রযোজ্য নয় ।
অফারটি অ্যাক্টিভেট হবে শুধু মাত্র
কনফার্মেশন মেসেজ আসার পরে
কনফার্মেশন মেসেজ পাবার পরের
প্রথম একটি জিপি-জিপি কলে (এফএনএফ
নম্বরের ক্ষেত্রেও প্রযোজ্য) ৩০
মিনিট কথা বলা যাবে
একটি জিপি-জিপি কলের নির্ধারিত
সময় শেষ
হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে অফারটি বন্ধ
হয়ে যাবে এবং কলটি কেটে যাবে
যদি এই ৩০ মিনিট কথা বলার সময়
গ্রামীণফোন নেটওয়ার্ক সংক্রান্ত
কোনো কারণে কলটি ড্রপ হয়ে যায় (কেটে যায়)
তবে গ্রাহকগণ যেকোনো সময় অভিযোগ
করতে পারবেন। অভিযোগ করতে LTP
লিখে এসএমএস করুন ৮৪২৪ নম্বরে।
এসএমএস চার্জ প্রযোজ্য নয়
উপযুক্ত অভিযোগের ১০ দিনের
মধ্যে গ্রাহককে ক্ষতিপূরণ
দেওয়া হবে (যেটুকু ব্যালেন্স ব্যবহার
করতে পারেননি সেটুকু ব্যালেন্স
গ্রাহকের প্রিপেইড
অ্যাকাউন্টে এ্যাডজাস্ট করা হবে)
অফার চলাকালীন সময়ে গ্রাহকগণ
যতখুশি ততবার অফারটি গ্রহণ
করতে পারবেন
এই অফারটি সকল স্মাইল, ডিজুস (নতুন ও পুরাতন), সহজ, আপন, বন্ধু, স্পন্দন, একতা,
বাঁধন এবং বিজনেস সলিঊশন প্রিপেইড
গ্রাহকগণ-এর ক্ষেত্রে প্রযোজ্য
অফার চলাকালীন সময় প্রতিদিন ২৪
ঘণ্টাই এই অফারটি পাওয়া যাবে ।
তথ্যসূত্রঃ জিপি ওয়েব।
প্রিয় বন্ধু, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ……… খুবই সুন্দর টিউন শেয়ার করেছেন………কিন্তু আমি ভারতীয়……. এটা ভারতের ক্ষেত্রে কোন কাজে লাগতে পারে…………..তবেই খুশির সংবাদ হবে….
:) :)
:-D
ঠিক আছে একসময় বন্ধু হব ।আমার নাম আয়নাল আরো জানতে চাইলে এখানে দেখতে পারেন
http://www.facebook.com/aynalkhan
জ্বি ধন্যবাদ ।
এই ভাই, ঠক্ ঠক্। অনলাইনে আছেন? আপনার দেয়া তথ্য যদি সঠিক হয় তাহলে বলেন। টিউনটা মুছে দিব। আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে গ্রামীনফোন ডাকাতি করব আর আমি তার সাগরেদ হব?
হুম ভালো অফার ।ধন্যবাদ গুরু শেয়ার করার জন্য ।
এটাতে আপনি এক মিনিট কথা বললেও ৭.৫০টাকা আর ৩০ মিনিট বললেও ৭৫.৩০ টাকা এখন দেখুন আপনার কাজে আসে কিনা।
ভাই আপনি ঠিক আছেন
হায়হায়। টিউনে এমন বলা আছে নাকি? দেখি তো !
আপনার মন্তব্যে যে তথ্য দিলেন সেই তথ্য পাইলেন কই ভাইজান??? টিউনে তো এমন কিছু বলা হয়নাই ।
গুরু তার মাথাটা গেছে
আপনাকেও ধন্যবাদ । (গুরু হলাম কবে থেকে?
গুরু
শীর্ষ্য
অনেক দুরের ব্যাপার । তারচেয়ে বন্ধু সম্পর্ক ভাল । তাইনা? )
আপনাকে চিনি না তাই বন্ধু বলতে একটু চিন্তিত ।আর আপনার কাছ থেকে কিছু শিক্ষবো তাই গুরু বলছি
সমস্যা নাই । বন্ধুও বলতে পারেন । আর আপনার পুরো নামটা জানতে পারি ?