আমি প্রযুক্তিকে ভালোবাসি, ছোট-খাটো ব্লগিং করি। এতেও বাধা! আমি শুধুমাত্র tunerpage ই টিজে এবং এখানেই টুকটাক ব্লগ করি। কিন্তু কেউ একজন আমারই লিখা নকল করে http://www.comillait.com/health/ci-tune/2012/602 এখানে পোষ্ট করেছে তাও আবার আমারই user name ব্যবহার করে। আমি এর বিচার চাই আপনাদের কাছে। না জানি আমার মত আরো কত ভাইয়ের লিখা নকল করে পোষ্ট করা হচ্ছে কে জানে সেই খবর। আমি এই ব্লগ এর এডমিন এর দৃষ্টি আকর্ষন করে বলছি এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ুন, নইলে অকালে নষ্ট হবে এই ব্লগ এর মূল্যবান সম্পদ (ভিজিটর)। ধন্যবাদ
এটা আমার মূল পোষ্ট
আমার সেইম কাহিনীই হইছিল! আপনার ওই পোস্টে আমি কমেন্ট কইরা বলছিলাম আপনরে এই কাহিনীর কথা! আশা করি কুমিল্লা আইটি এর এডমিন রা ব্যাপার তা ক্লিয়ার করবেন!
@নয়ন ভাই আমিই প্রথম এই ব্যাপারটা নিয়া আপনার সাথে কথা বলছিলাম!
Biddut vai apni ki bujhate caisen ami bujhi nai, ami agei bolsi amar username use kore onno keu ei kaj korse
বেটা ভাল হইতে টাকা লাগে না। কেন যে টিউনার পেজ আপনাদের মত বাচালকে পোষ্ট করতে দেয়।
ফাকে কুমিল্লাআইটি র প্রচার———রিদ্রোহী কবিতা মূখস্ত করলে করি নজরুল হওয়া যায় না।
কি এমন পোষ্ট ? আগে শিখেন কেমন?——————-?
খাড়ান, কুমিল্লা আইটির এডমিন রে ধরতেছি !!!
বাংলামোটর মোরে দেখছি খাড়াইয়া রইছে—তারাতারি যান।
ভাই আমার তো ভয় ই করছে আমি মাত্র কয়েকটা পোস্ট করেছি ঐগুলু না আবার দিয়ে দায়………
আমি কিছূতেই বুঝতে পারছি না আপনার পোষ্ট অন্য জায়গায় দিয়ে আপনি নিজেই কাদছেন । এর একটা বিহিত অবশ্যই করা দরকার ।
নিজে লিখে অন্যের অপপ্রচার করা ঠিক না ।
এই অভিযুগ আমাদের আরো একজন টিজে করেছিলেন……….((দুক্ষিত তার নাম মনে নাই….))
আমি এই অভিযোগ করছিলাম! আমি ওই ব্লগেও এই কথা বলছি যে এইখানে আমার পোস্ট কিভাবে আসলো! কে জানি উইরা আয়া কয়া গেল পোস্ট করেন আর টাকা কামান! আর কোনো সারা শব্দ নাই! :O tunerpage এর এডমিন কর্তৃপক্ষ ব্যাপার তা দেখলে ভালো হইতো!
এডমিন কিছু না কিছু তো করবেই. http://my-soft24.blogspot.com/
সহমত …………….
ata khub e khrp kaj admin dristi akorshon korte hobe…
http://hmjobayer.tk/
আরে ভাই আপনি তো দারুন সুযোগ পাইছেন । বিনা পয়সায় প্রচার । …………………………সরি ভাই একটু মজা করলাম । আমি শিউর আছি ভবিষ্যতে আপনার এরকম বিনা মূলে প্রচার আমাদের এডমিন কঠোর হস্তে প্রতিরোধ করবে…।
ভাই ,
আপনার দুঃখটা আমি বুঝি ,
কিন্তু আপনাকে ও একটা ব্যাপার খুব ভালোভাবে জানাতে চাই ,
আপনার লেখা নকল করলে কেউ কি আপনার মত হতে পারবে !
কিংবা আপনার অস্তিত্বে ফেলতে পারবে ফুলের ও আচঁড ?
মোটে ও না আপনি আপনার জায়গায় গুনে ও মানে অদ্বিতীয় ,
আপনা তুলনা আপনি নিজেই ,
আর এই ছোট খাট ব্যাপার নিয়ে যদি আপনি মাথা ব্যাথায় পরেন,
সামনে আপনার সুবিশাল ভবিষ্য্ত্ তখন আপনার কি অবস্থা হবে !
আর সাইবার জগত টাই কিন্ত কপি পেস্ট এর দুনিয়া ,
যেখানে কপি মারছেন তো নায়ক ,
না মারছেন তো ……
আপনি হয়তো অবগত আছেন ,
আমাদের জগদীশ বসু রেডিও তৈরীর সব কাজ শেষ করতে করতে , স্যার মার্কনী রেডিও নামক যন্ত্রটা নিজের নামে পেটেন্ট ও করে ফেলেছিলেন ,
আমি এখন ও এটা ভেবে অবাক হ ই কিভাবে এটা সম্ভব হলো ?
তখন তো ইন্টারনেট ও ছিলোনা !!!
সব শেষে সান্তনা মূলক একটা কথাই বলবো ,
এসব ছোট খাট ব্যাপারে মাথা ব্যাথা না নিয়ে সামনে এগিয়ে যাও ভাই
R8 vay
আসলে খুব দুঃখ জনক । । । আশাকরি admin রা তা দেখবেন । ।।