J Query জানার জন্য প্রথমে html ,css এবং javascript জানাটা খুবই জরুরী।
J Query কি?
J Query হল javascript ফাংশনের লাইব্রেরি। একে লাইট -ওয়েটেট বা হাল্কা বলা হয়। এর দ্বারা কম লিখে বেশি কাজ করা করা যায়।
J Query লাইব্রেরি এর ধর্ম গুলি হলঃ
- HTML element selections
- HTML element manipulation(চালনা করা)
- CSS manipulation (চালনা করা)
- HTML event functions
- JavaScript Effects and animations
- HTML DOM traversal and modification (পরিবরতন)
- AJAX
- Utilities (কার্যকারীতা)
J Query লাইব্রেরি একটি মাত্র javascript file এ স্টোর থাকে, যা সব J Query মেথড গুলি কে ধরে রাখে।
নিচের মার্কআপ টি দিয়ে আপনি এটিকে আপনার ওয়েবপেজ এ যুক্ত করতে পারেন।
<head>
<script type=”text/javascript” src=”jquery.js”></script>
</head>
www.jQuery.com থেকে J Query কে দুটি ভার্সন এ আপনি ডাউনলোড করতে পারেন।
যদি ইন্টারনেট থেকে সরাসরি হস্ট করতে চান তাহলে এই দুটি স্ক্রিপ্ট দেখতে পারেন।
Google থেকে:
<head>
<script type=”text/javascript” src=”http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.4.2/jquery.min.js”></script>
</head>
Microsoft থেকেঃ
<head>
<script type=”text/javascript” src=”http://ajax.microsoft.com/ajax/jquery/jquery-1.4.2.min.js”></script>
</head>
J Query দিয়ে আপনি html এলিমেন্টস সিলেক্ট করতে পারেন এবং সেগুলি দিয়ে “actions” পারফর্ম করতে পারেন।
অনেক সুন্দর পোস্ট ……..