আজ আপনাদের সামনে একটি সহজ ও অসাধারন টিপস নিয়ে আসলাম।
শুনে অবাক লাগবে যে, এটা কেমনে সম্ভব কিন্তু এটি সত্য । আপনার বাসায়, অফিসে এবং অনেক সময় অনেক মার্সিটিজ এ রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্র থাকে। ব্যাটারী নতুন বা ভালো থাকা সত্বেও মাঝে মাঝে দেখা যায় এগুলো কাজ করে না তখন আপনি বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায় । তবে এই টিপস কে আপনি কাজে লাগাতে পারেন। সমস্যাটা যদি আসলেই রিমোটেই হয় তবে একে পরীক্ষা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না । সাধারণত এখন তো সবার হাতেই ক্যামেরা যুক্ত মোবাইল ফোন থাকে তাহলে সেটাকেই কাজে লাগান ।
যা করতে হবে তা হলঃ আপনার মোবাইলের ক্যামেরা ON করেন তারপর সেই ক্যামেরাকে রিমোটের মাথায় অর্থাৎ যেখানে রিমোটের রে-বাল্ব রয়েছে সেখানে অবস্থান করান। সেই অবস্থায় রিমোটের যে কোন একটি বাটন প্রেস করুন এবং দেখুন ক্যামেরায় কি দেখাচ্ছে, যদি সেখানে প্রেস করার সাথে সাথেই মোবাইলের স্ক্রিনে একটি উজ্জ্বল লাইট দেখায় তখন আপনি বুঝবেন যে আপনার আপনার রিমোট ঠিক আছে আর যদি উজ্জ্বল আলো না দেখায় তবে বুঝবেন যে সমস্যাটা আপনার রিমোটেই । তবে মনে রাখবেন যে উজ্জ্বল আলো নাও দেখাতে পারে যদি আপনার রিমোটের ব্যাটারী নষ্ট থাকে।
আগে জানতাম , টিউনের জন্য ধন্য++++
ভাই খুব ভালো জিনিস দিসেন…. এইরকম পোস্ট আশা করি আরো পাব ধন্যবাদ আপনাকে
আপনাদের অনেক ধন্যবাদ.
দারুন পোস্ট……।।
dhonnobad
দারুন পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দারুন তথ্য। আগে জানা ছিলো না। জানানোর জন্য ধন্যবাদ, অনিক ভাই……
তারেক ভাই আপনাকেও অনেক ধন্যবাদ
বাহ দারুন তো………..চেস্টা করে দেকতে হবে……..
ধন্য++++++++
বাহ দারুন. অনেক ধন্যবাদ আপনাকে.
দারুন পোস্ট. . .
light দেখলে torch light এর মত লাগে. . .
রিমোটে কন্ট্রোলে মাথায় চোখ রেখেও এইটা পরিক্ষা করা যায় ।
এটা আমি অনেক অনেক আগে থেকে জানি।