বিসমিল্লাহির রাহমানীর রাহিম
কত স্বপ্ন আর কত আশায় বুক বেঁধে আলোর নিশান তৈরী করেছিলাম ।আমার কষ্টের সাথে ,আমার আশা আকাঙ্খার সাথে মিলিত হয়েছে আরও অনেকের স্বপ্ন ,আকাঙ্খা ।তাদের মধ্যে ,রাজিব ভাই ,সুজয় ভাই ,তুহিন ভাই যারা ফোরামকে এগিয়ে নেওয়ার পথে যেমন কাজ করছে তেমনি আমি যখন হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম তখন জুগিয়েছেন উত্সাহ ও ।আর ফোরামের বর্তমান 52জন্য সদস্য তো আছেই ।
যা হোক আজ থেকে আলোর নিশানঃ http://www.alor-nishan.com
।এজন্য আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ-কোটি শোকরিয়া ।
দয়া করে সবাই ফোরামে জয়েন করুন ।আপনি যা জানেন তা অন্যদের মাঝে ছড়িয়ে দিন ।ইসলামকে জানুন ,ইসলামকে জানান ।
আর অন্য ধর্মের ভাইয়েরা আপনারাও ‘আপন ধর্ম’ নামক বিভাগে আপনাদের ধর্ম সম্পর্কে নির্দ্ধিধায় আলোচনা চালান ।
Awesome post.
আলহামদুলিল্লাহ এতো দিন পরে একটা ইসলামিক টিউন পেলাম।
ধন্যবাদ ভাই। আশা করি আরও ইসলামিক টিউন করবেন।
ভাল থাকবেন।
আসসালামুয়াল্যকুম………………………………………।।
অনেক অনেক অনেক ধন্য++++++++
অনেক দিন পরা ভালো কিসু ডাকলাম .
অসাধারন……………………………………………….
অনেক সুন্দর.
কি বলমু ।শব্দ খুজে পাচ্ছি না । একটি কথাই বলছি অসাধারন