আসসালামু আলাইকুম । আশা করিছ সবাই ভাল আেছন । আমার আজেকর post গোপনীয় ফাইলগুলোকে কীভাবে আমরা গোপন রাখেতে পারিসে বিষয়ের আশা করছি আপনাদের উপকার আসেব। গোপনীয় ডেটাগুলোকে লুকিয়ে রাখেত আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যায়। এবার একটু আলাদাভাবে লুকিয়ে রাখার কথা বলব, তা হল কীভাবে calculator এর ভিতর লুকিয়ে রাখা যাবে গোপনীয় ফাইলগুলো। এই calculator এ আপনি আপনার গোপনীয় file/folder খুব সহজেই লুকিয়ে রাখেত পারবেন। এর নাম safe calculator ।
calculator টি download করে নিন এখান থেকে-
safe calculator টির defould পিন কোড হল – ১২৩ । তাই calculator টি আনকোড করতে ১২৩ টাইপ করুন। এরপর MS এ click করুন । তাহেল এটি safe mode এ চালু হবে। পিন কোড change করেত চাইেল New pin এ click করুন। এবার আপনাকে “+” এ click করতে হবে। সবশেষে যে ফাইলটি store করতে চান, তা select করে store বাটন এ click করুন । “Thank You”
বাংলা লিখতে সমস্যা, কেউ একটু সাহায্য করুন।
:)
জাক্কাছ একটা জিনিস তো ।আপনাকে অসংখ ধন্যবাদ শেয়ার করার জন্য ।
দাদা, আপনাকে নমস্কার……….. আমি এটাকে নিয়ে কাজে লাগাতে পারবো…………… ইমেল : কম্পিউটার.কেদার@গ্মাইল.com
আপনি যদি ইন্টারনেটে ইমেল থেকে রোজগার করতে চান…Email : computer.kedar@gmail.com
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
HAPPY NEW YEAR
H ours of happy times with friends and family
A abundant time for relaxation
P prosperity
P plenty of love when you need it the most
Y youthful excitement at life simple pleasures
N nights of restful slumber (you know – don’t’ worry be happy)
E everything you need
W wishing you love and light
Y ears and years of good health
E enjoyment and mirth
A angels to watch over you
R remembrances of a happy years!
চরম পোষ্ঠ ।।।বস
অনেক সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ …..আপনার স্পেলিং এর দিকে একটু নজর দিবেন …তাহলে পোস্ট টি আরো প্রানবন্ত হয়ে উঠবে …..ভালো থাকবেন….
দারুন জিনিস,,,,,,,,,,
কিন্তু সরাসরি লিঙ্ক দিলে ভালো হত……….
ধন্য++++
অরে চরম রে।
আবার বিজ্ঞাপন? সরাসরি লিংক দেন।
পোষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। ভাল রাখবেন পাশের মানুষগুলোকে।
অভ্র ব্যবহার করলেও শুধু বিজয় ফন্ট ইনস্টল করে দেখতে পারেন.
কোন জায়গার কথা কোথায় লিখেছেন?
ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।