আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন? আমি আবার আরেকটা পোস্ট নিয়ে আসছি। এটা আমার ৪ নাম্বার পোস্ট। ২ দিন কাজ নেই ছুটি পরে গেছে। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমার এই পোস্ট। সফটওয়্যার টা হচ্ছে Folder Lock 5.6.3
আমার এই পোস্ট তাদের জন্য যারা এখন এই সম্পর্কে জানেন না। আমাদের সবারি কিছু না কিছু বেক্তিগত ফাইল থাকে। যেটা কিনা আমরা চাই কেহ না দেখুক। আর তাই সারাক্ষন চিন্তায় থাকি। আর চিন্তা নাই আমি আপনাদের জন্য একটা ফোল্ডার লক সফটওয়্যার নিয়ে এসেছি। আমার এই সফটওয়্যার আপনাদের কাজে লাগবে। আর আপনি যখন ফোল্ডার লক করবেন তখন ফোল্ডার টা HIDE হয়ে যাবে।
ও ভাল কথা আমার এই সফটওয়্যার টা ফুল ভারসান। আর চিন্তার কারন নাই সফটওয়্যার টা মাত্র ২.১৪ মেগাবিট।
সফটওয়্যার টা setup দেয়ার পর নিচের ফটোর মত আসবে
http://www.mediafire.com/?j2a21ad8s5e1987
PASS : 1122
আমার জন্য দোয়া করবেন। জেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভাল কিছু আনতে পারি। আর আলসেমি টা জেন দূর করতে পারি।
আল্লাহ্ হাফেজ।
আমাকে ফেসবুক এ পেতে নিচে ক্লিক করুনঃ
www.facebook.com/patorsopno
অনেক সুন্দর পোষ্ট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
ভাই আলসেমি দূর করার ওসুধ আমার কাছে আছে !! কি বলব?
softwere টা uninstall করে আবার setup দিবেন বাস হযে যাবে ……
হি হি হি এইটা দেখি মিলিয়ন ডলারের প্রশ্ন . আমার একই প্রশ্ন . পাস ভুলে গেলে কি হবে ?
ভাই টিউন ভালো হয়সে
softwere টা uninstall করে আবার সেতুপ দিবেন বাস হযে যাবে ……
R যদি পাস ভুলে যাই তবে?
হিহিহি……..আপনার অবস্থা দেখি আমার মত………লোল
কি কেক কে !! পাস ভুলে গেলে আমি আছি !
তাহলে তো আপনাকেই আমার দরকার
বিদ্যাসাগর কেন আমাকে এই প্রশ্ন করচে. বিদ্যাসাগর তো সব জানে.
কিছুই করার নাই!