আমার এক ছোট ভাই ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আমার কাছে এসে বলল উদ্ধার করে দিতে। ইমেইল এড্রেস টা ছিল জিমেইলে। আমি Security Question এর উত্তর জিজ্ঞাসা করলাম, সে বলতে পারল না। আবার কোন Alternate email address ও নাকি দেয়া নাই। সে আরেকটা তথ্য দিল সে তার ফেইসবুক আইডি তে ও লগইন করতে পারছে না। তার মতে সে ঠিক পাসওয়ার্ডটাই দিচ্ছে কিন্তু কাজ হচ্ছেনা। তাহণে কি হ্যাক হয়ে গেল নাকি ??? আমাকে বলল পাসওয়ার্ড ঠিক করে দিতে । কিন্তু আমিআমার এক ছোট ভাই ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আমার কাছে এসে বলল উদ্ধার করে দিতে। ইমেইল এড্রেস টা ছিল জিমেইলে। আমি Security Question এর উত্তর জিজ্ঞাসা করলাম, সে বলতে পারল না। আবার কোন Alternate email address ও নাকি দেয়া নাই। সে আরেকটা তথ্য দিল সে তার ফেইসবুক আইডি তে ও লগইন করতে পারছে না। তার মতে সে ঠিক পাসওয়ার্ডটাই দিচ্ছে কিন্তু কাজ হচ্ছেনা। তাহণে কি হ্যাক হয়ে গেল নাকি ???
আমাকে বলল পাসওয়ার্ড ঠিক করে দিতে । কিন্তু আমি বেশী কিছু করতে পারছি না। অবশেষে মুখটা কাচুমাচু করে বলতেই হল, “আচ্ছা ঠিক আছে দেখছি……” এখন আপনারা আমাকে সাহায্য করুন। মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাড়িয়েছে… বেশী কিছু করতে পারছি না। অবশেষে মুখটা কাচুমাচু করে বলতেই হল, “আচ্ছা ঠিক আছে দেখছি……”
এখন আপনারা আমাকে সাহায্য করুন। মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাড়িয়েছে…
sorry আপনার জন্য কিছু না করতে পারলেও সবার জন্য বলি…..দেখুন কিছুদিন পর পর gmail account এ একটা রিকভারি লিঙ্ক আসে. লিঙ্ক টা আপনি আপনার notepad এ save করে রাখতে পারেন. রিকভার করতে ওই লিঙ্ক টা কাজ করে…..ধন্যবাদ সবাইকে.
সাইভার ওয়ার্ল্ড আপনাকে অনেক থাঙ্কস
http://support.google.com/mail/bin/answer.py?hl=en&answer=46346 — – এখানে দেখুন । । না হলে আর কিছু করার নাই । । । ।