পরম করুনাময় আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে বর্তমানে ফেসবুকই সবচেয়ে জনপ্রিয়।কম্পিউটার থেকে যতটা স্বাচ্ছন্দ্যে ফেসবুক ব্যাবহার করা যায় মোবাইল থেকে অতটা পারা যায় না।তাই মোবাইল ব্যাবহারকারীদের ফেসবুক ব্যাবহারে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করার জন্যই আমার ২ পর্বের এই টিউন।চলুন শুরু করা যাক।
ফেসবুক ট্যাগিং ট্যাগিং:
মোবাইল থেকে ফেসবুক ইউজার অথবা পেজকে ট্যাগ করার জন্য আমার পূর্ববর্তী টিউন মোবাইল দিয়ে ফেসবুকে ট্যাগ করার ৩টি সুপার টিপস্। আগে একবার দেখে আসুন।উল্লেখ্য পূর্বের টিউনের ৩ নাম্বার ট্রিকসটি এখন আর কাজ করে না।অতিরিক্ত মিস ইউজের কারনে ফেসবুক এটা বন্ধ করে দিতে বাধ্য হইছে।
পূর্বের টিউনে প্রকাশিত নিয়মে ফেসবুক ইউজারকে ট্যাগ করা গেলেও এখন আর পেজের এডমিন ছাড়া অন্য কেউ আর মোবাইল থেকে পেজের ট্যাগ কোড বের করতে পারে না।আর তাছাড়া পূর্বের নিয়মটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
চলুন তাহলে নতুন আরেকটি নিয়ম শিখি ট্যাগ কোড বের করার।
১মে যাকে (পেজ অথবা ব্যাক্তি) ট্যাগ করতে চান তার ইউজারনেম বের করে রাখুন ।
এবার এই লিংকের http://graph.facebook.com/username
ইউজারনেম লেখাটি মুছে দিয়ে আপনি যাকে ট্যাগ করতে চান তার ইউজারনেম লিখে কানেক্ট করুন।
EXAMPLE: আমার ইউজারনেম Sazzad1026
তাহলে কেউ যদি আমার আইডি ট্যাগ কোড সহ সব তথ্য পেতে চায় তাহলে তাকে এই লিংকে যেতে হবে http://graph.facebook.com/sazzad1026
লিংকে যাওয়ার পর নিচের মত দেখা যাবে যেখানে প্রথমেই কোটেশন সহ ID দেয়া আছে।
আপনি শুধু কোটেশনের ভেতরের নাম্বারগুলো কপি করে এই ফরমেটে লিখবেন
@[id number:]
অনুরুপভাবে পেজের ইউজারনেম বসিয়ে ও ওই পেজের ট্যাগ কোড পাওয়া যায়।
ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট :
এইটা অনেকেই হয়তো জানেন।যারা জানেন না তাদের কাজে লাগবে।আপনি মোবাইল থেকে ব্ল্যাংক স্ট্যাটাস অথবা কমেন্ট করতে চাইলে আপনাকে নিচের কোডটি চাপতে হবে
@[0:0: ]
লক্ষ্য রাখুন যাতে : এবং ] এর মাঝে একটা স্পেস থাকে।স্পেস না দিলে কিন্তু হবে না।
স্ট্যাটাস শেয়ার :
কম্পিউটার থেকে যদি আপনি কোন পেজ বা ব্যাক্তির স্ট্যাটাস শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার বাটনের মাধ্যমে তা করতে পারবেন।কিন্তু মোবাইল ব্যাবহারকারীদের এই অপশনটা ম্যানুয়ালি থাকে না।তাতে কি?আমরা নিজেরা বানিয়ে নিব।
আগে নিচের লিংকটি খেয়াল করুন
http://www.facebook.com/share.php?u=URL
আপনি যার স্ট্যাটাস শেয়ার করতে চান সেই স্ট্যাটাসের লিংকটা আগে কপি করুন।তারপর উপরের লিংকের URL মুছে দিয়ে ওই লিংকটি পেস্ট করুন।
উদাহরনস্বরূপ আমি আমার পেজের একটা স্ট্যাটাসের লিংক কপি করে নিছি এবং লিংকটা হচ্ছে http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
এবার আপনি যদি উপরোক্ত স্ট্যাটাসটা শেয়ার করতে চান তাহলে লিংকটি হবে
http://www.facebook.com/share.php?u=http://m.facebook.com/story.php?story_fbid=288106201232495&id=200663426643440&refid=20&_ft_a=200663426643440&_ft_tf=288106201232495&_ft_tpi=200663426643440&_ft_ti=22&_ft_sai=2915120374&_ft_fth=2497d4ec3416a0dc&_ft_time_ft=1324416761&_ft_mf_objid=288106201232495
ব্যাস কাজ শেষ।আপনি যদি চান তাহলে উপরের লিংকটিকে ছোট করার জন্য http://bitly.com থেকে ছোট করে নিতে পারেন।এই উপায়ে আপনি যে কোন পেজ অথবা ব্যাক্তির স্ট্যাটাস আপনার নিজের ওয়ালে শেয়ার করতে পারেন।আর একটা কথা বলতে ভুলে গেছি এই উপায়ে আপনি যে কোন ওয়েবসাইট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।ভালো লাগলে কমেন্ট জানাবেন।২য় পর্বে শেয়ারিং করা নিয়া আরো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।
চমৎকার একটি পোস্টের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদl
সাংঘাতিক চরম।
চমৎকার টিউন :) চালিয়ে জান :)