“আসসালামু আলাইকুম”
কেমন আছেন আপনারা ?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
সবাইকে আমার নতুন এই পোস্টে স্বাগতম।
আজকের এই পোস্টে আমি আপনাদেরকে জানাবো কীভাবে খুব সহজেই “ফেসবুক ফ্যানপেজ এ মোবাইলের মাধ্যমে পোস্ট শেয়ারের লিংক” দেওয়া যায়… :)
১. প্রথমে নিচের ছবিটির মত আপনি যে পোস্টটির মোবাইল শেয়ার লিংক করতে চান, সেই পোস্টে Share (চিত্র-১ নং) বাটনে মাউসের রাইট ক্লিক করুন। এরপর Copy Link Location (চিত্র-২ নং) এ ক্লিক করুন।
২. এখন আপনার ব্রাউজার এ নতুন আরেকটি ট্যাব খুলে www.tinyurl.com এ যান অথবা, “এখানে ক্লিক করুন”
৩. এবার নিচের ছবিটির মত Enter a long URL to make tiny লেখাটার নিচের ট্যাবটায় আপনার সেই পোস্ট এর কপি করা লিংকটি পেস্ট করুন।
৪. উদাহরণস্বরূপ ধরা যাক লিংকটি হচ্ছে-
http://www.facebook.com/ajax/sharer/?s=99& appid=2309869772&p%5B0%5D=290683324289339&p%5B1%5D=239485182788182
এখন উক্ত লিংকটি থেকে http://www.facebook.com/ এর পর লেখা ajax/sharer/ এই অংশটুকু ডিলিট দিন অথবা ajax/sharer/ এই অংশটুকু সিলেক্ট করা অবস্থায় (চিত্র-৫ নং) লিখুন sharer/sharer.php (চিত্র-৬ নং)। তাহলে ajax/sharer/ এই অংশটুকু ডিলিট হয়ে লেখা আসবে sharer/sharer.php।
লিংকটি দেখতে হবে এরকম-
http://www.facebook.com/sharer/sharer.php?s=99&appid=2309869772&p%5B0%5D=290683324289339&p%5B1%5D=239485182788182 (চিত্র-৬ নং)
নিচের চিত্রটি লক্ষ্য করুন :
৫. এখন Make TinyURL! (চিত্র-৭ নং) এই ট্যাবে ক্লিক করুন।
৬. এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন :
দেখুন একটা ম্যাসেজ শো করছে, “TinyURL was Created!”
এবার চিত্রের চিহ্নিত ৮ নং স্থান থেকে প্রদত্ত URL কি কপি করে আপনার পোস্টের কমেন্ট এরিয়াতে দিন অথবা, পোস্টে তা অ্যাড করে দিন।
ব্যস কাজ কমপ্লিট… :D
এবার থেকে মজা করে আপনার পোস্ট এর মোবাইল শেয়ার লিংক দিতে থাকুন।
বিশেষ ধন্যবাদ, আরিফ ফাহাদ ভাইয়াকে। তার কাছ থেকেই আমি শিখেছি এই বিষয়টা… :)
# আরেকটি বিষয়- আপনি চাইলে যে কোন বড় আকারের URL কে TinyURL থেকে শর্ট করে নিয়ে যে কোন স্থানে ব্যবহার করতে পারবেন।
আমি যথাসম্ভব সহজভাবেই পোস্টটি দেয়ার চেষ্টা করেছি। আশা করি বুঝতে কারোরই কোন সমস্যা হবে না। তবুও কোন প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে আমাকে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনি এই ব্লগ এ রেজিস্ট্রেট না থাকলে অন্তত পোস্টের উপরের দিকের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন।
ধন্যবাদ।
আজকের মত এই পর্যন্তই…
সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
“আল্লাহ হাফেজ” :)
চমৎকার একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
:) :) :)
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমি অনেক খুঁজেছি। কিন্তু এই সিম্পল জিনিসটি মনে এসে আর এলো না। ধন্যবাদ শেয়ার করার জন্য
টিউনার পেজের টপ ক্নাস একজন ব্লগার আমার পোস্ট থেকে কিছু শিখতে পেরেছেন বলে খুবই ভালো লাগলো…
আপনাকেও ধন্যবাদ… :)
TechnoSpotBD পেজটা ছোটখাট নয় সাজ্জাদ ভাইয়া…এবং পেজটি খুবই তথ্যবহুল… :)
মন্তব্যের জন্য ধন্যবাদ…
ওইটা আমার পেজ নয় ভাইয়া
আপনার পেজটা পেয়েছি ভাইয়া… :)
খুব ভাল পোষ্ট হইছে।কম্পিউটার ব্যাবহারকারীদের কাজে লাগবে।ফেসবুকে দুই তিনটা ছোটখাট পেজ থাকায় এটা জানতাম।