ব্লগ বা ওয়েবসাইট promote করার সবচেয়ে গুরুত্ব পূর্ণ একটি ক্ষেত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অনলাইনে হাজার হাজার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মধ্যে ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইউটিউব এবং ডিগ হচ্ছে সবচেয়ে সেরা। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক fans, টুইটার followers মাইস্পেস friends,গুগল friends circle, ইউটিউব subscribers, এবং ডিগ followers বাড়াবেন। এই সব সেবা একসাথে যে সাইটটি দেয় তার নাম হচ্ছে Youlikehits.com.
Youlikehits.com একটি ব্রোকার সাইট। এটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ইউজারদের কে একত্রিত করে এবং একজনকে দিয়ে অন্যজনকে follow বা subscribe করিয়ে দেয়।
Follow বা subscribe এর মাপকাঠি নির্ভর করে Points এর উপর। যার যত বেশী পয়েন্ট সে তত বেশী followers পাবে।
পয়েন্ট সংগ্রহ করার দুটি উপায়ঃ
১) অন্যদের follow বা subscribe করে।
২) টাকা দিয়ে পয়েন্ট কিনে।
Youlikehits.com এর সেবা সমুহঃ
- ফেসবুক fans,
- টুইটার followers
- মাইস্পেস friends.
- গুগল friends circle
- ইউটিউব subscribers.
- Stumbleupons followers
- ডিগ followers.
- ওয়েবসাইট hits ( ২০ সেকেন্ড)।
কিভাবে শুরু করবেন?
- প্রথমে Registration করুন।
- লগিন করুন।
- Password দিতে হবে এইরকম bidROHI123 অর্থাৎ Small Letter, Capital Letter এবং Number mixed করে দিতে হবে্
- এবার মনিটর এর বাঁ দিকে “your setting” এ ক্লিক করে আপনার নিজের Face book account, twitter account, My space account, you tube account, Google + , digg account , website url জুক্ত করুন।
- এবার Payout value set (আপনাকে follow বা subscribe করতে কত পয়েন্ট খরচ করতে চাইছেন) করুন।
- এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্ট সংগ্রহ করা। মনিটর এর মাঝ বরাবর “Get started tabs” থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
আরও কিছু তথ্যঃ
- প্রতিদিন ৫০ পয়েন্ট আপনাকে ফ্রী দেওয়া হবে।
- প্রতি ৩০ দিন অন্তর, অব্যাবহার করা পয়েন্ট Reset হয়ে যায়।
- এখানে রেফারেল পদ্ধতি রয়েছে। প্রতি active referral এর জন্য আপনি পাবেন ৫০ পয়েন্ট।
যা করবেন নাঃ
- একাধিক অ্যাকাউন্ট খোলা।
- অ্যাকাউন্ট কেনা বেচা করা।
- ভাল সাইট এর নামে রিপোর্ট ।
- Bots, Scripts ব্যবহার।
এটা কি Scam? :
না, এখন পর্যন্ত অনলাইনে যতগুলো রিভিউ দেখেছি , তাতে মনে হয় এটি scam নয়।
পোষ্টটি কপি করা
মুল পোস্ট এইখানে
ধন্যবাদ। সুন্দর টিউন।
ধন্য++++=ভাই………
তবে আমি এত কিছু দিয়ে কি করব…….
কম থাকায় ভালো……..হাহা…..
এটা তে আগে অনেক কাজ করছি। বাট এটা কই দিন পর পর হ্যাক হয় । ও আগে এটাই ভালই লাইক পরত পয়েন্ট ও করা যেত । কিন্তু এখন পয়েন্ট যোগান অনেক কষ্ট । পে আউট ২,৩,৪, এমন ১০ পয়েন্ট খুব কম । তাই এটা অনেক দিন ধরে ব্যবহার করি না। কিন্তু এখন কি অবস্তা টা বলতে পারি না।
দারুন একটা টিউন সবার কাজে লাগবে http://www.muzicmad.com
স্পাম করবেন না