কেউ কেউ এমন আছেন যারা টাকা থাকা সত্তেও ডুলেন্সারের একাউন্ট করতে পারছেন না এই ভয়ে যে একটা একাউন্টে ক্লিক করতে তো কমপক্ষে ১ ঘন্টা সময় লাগে যদি ৫-৭টা একাউন্ট করি তবে এই ৫-৭ ঘন্টা বসে বসে ক্লিক করা কি সম্ভব??(যেহেতু মাল্টিক্লিক করা যাবে না, করলে ব্যান করে দেয়া হয় >>পরীক্ষিত)।
কেউ কেউ এমনও আছেন যে, মাল্টিক্লিকের আসায় ৫-৬টা একাউন্ট কিনেছিলেন কিন্তু এখন মাল্টিক্লিক নিষেধ করে দেয়ায় ক্লিক করার সময়ের একুল-ওকুল খুজে পাচ্ছেন না।
আবার অনেকে নিজ নিজ Exam এর জন্য ক্লিক করার সময় দিতে পারছেন না।
কেউ কেউ দেখা যায় ৫০-৬০ টা ক্লিক করেই বিরক্ত হয়ে যান।
কারও কারও রেফারাল, মেচিং পয়েন্ট এগুলো দ্বারা এত ইনকাম যে-কষ্ট করে ক্লিক করে ১ ডলার পাওয়ার কোনো ইচ্ছাই নেই,
আবার কেউ আছেন একাউন্টে লিজ ফেলে রেখেছেন, প্রতিদিন এমনেই ভাল টাকা আসছে আর কষ্ট করে ক্লিক করে ১ ডলারের কি দরকার!!
আপনারা আজই আমার সাথে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
না বললেই নয়: আমি এখানে ডুলেন্সার টাকা দেয়, না দেয়>Valid নাকি SCAM> এধরনের বিষয় নিয়ে তর্ক করতে চাই না। আমি সবার মতই সাধারন ইউজার, আপনি যা জানেন আমিও তাই জানি> এখানে ডুলেন্সার নিয়ে Complicated বিষয় নিয়ে কমেন্ট করা মানে আপনি ইচ্ছা করে আমাকে হেনস্থা করতে চাচ্ছেন আর কি। “আপনাদের কাছে দোয়াও চাই, মাফও চাই” এমনটি করবেন না প্লিজ!
কাজের টিউন……. কাজে লাগালে লাগানো যেতে পারে……..
১৫০০ টাকার মধ্যে ৬০০ টাকা দিলে থাকে ৯০০ টাকা । ভালোই।
ভাইয়া হিসাবে ভুল করেছেন। ২১০০ টাকা থেকে ৬০০ দিলে থাকে ১৫০০টাকা।<>
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
শেষ ভালো যার সব ভালো তার……………………………শেষে যা মারসো না গুরু…………:)
;)
ভালো উদ্যোগ। শুভকামনা রইল।
অনেক ভাল উদ্যোগ।
Thank You
Welcome