অনেক সময় বিভিন্ন কারণে পেন-ড্রাইভে থাকা ফাইল বেশি নিরাপদ ভাবে সংরক্ষণ করতে হয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে ফাইল লুকিয়ে রাখার দরকার পরে। ইচ্ছা করলে আপনি পেন-ড্রাইভে রাখা সব ফাইল সাংকেতিক নম্বর (Password) দিয়ে রাখতে পারেন। ফলে আপনার অজান্তে পেন-ড্রাইভের
সংরক্ষিত ফাইল কেউ খুলতে পারবে না। এই কাজের জন্য আপনার লাগবে ‘ফোল্ডার প্রটেক্টর’ নামের
একটা ছোটো সফটওয়্যার। সফটওয়্যারটি http://bit.ly/toYppM ঠিকানা থেকে নামিয়ে নিন। মাত্র ৮৯৩ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি বহনযোগ্য (Portable), ইন্সটল করতে হবে না। এখন সফটওয়্যারটি আপনার পেন-ড্রাইভে কপি করে নিয়ে যান। যে সব ফাইল পাসওয়ার্ড দিয়ে রাখতে চান, সেগুলো পেন-ড্রাইভে কপি করুন। এরপর পেন-ড্রাইভে থেকে ফোল্ডার প্রটেক্টর সফটওয়্যারটি চালু করে “Password” লেখা বক্সে আপনার নিজের ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিন। রিএন্টার বক্সে আবার পাসওয়ার্ডটি লিখুন। সব শেষে “Protect” এ ক্লিক করুন। এখন দেখুন আপনার পেন-ড্রাইভে থাকা সব ফাইল পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত হয়েছে। শুধু আপনার দেয়া পাসওয়ার্ডটি লিখেই ফাইলগুলো খোলা যাবে।
ফাইলগুলো খুলতে পেন-ড্রাইভ থেকে ফোল্ডার প্রটেক্টর সফটওয়্যারটি চালু করুন। এরপর নির্ধারিত
বক্সে আপনার পাসওয়ার্ড লিখতে হবে। যদি পাসওয়ার্ড বহাল রাখতে চান, তাহলে “Temporary” অপশন
নির্বাচন করুন, আর যদি ফাইল/ ফোল্ডারগুলো পাসওয়ার্ডের আওতামুক্ত রাখতে চান, তাহলে “Complete”
অপশন নির্বাচন করুন এবং “Unprotect” অপশনে ক্লিক করুন।
ধন্য+++++ভাই.
কাজে লাগবে……….
acca vai er por theke dibo……….
আপনি এখানে ১৭ টার মত পোস্ট করেছেন। আশা করি আপনি আরও সুন্দর করে ছবি দিয়ে পোস্ট করবেন।
সহমত……..
পোস্ট এর মাঝে প্রয়োজনীয় ছবি দিলে তা আরো সুন্দর হয়…