সালাম।সবাই কেমন আছেন?
আপনারা সবাই জানেন গত ১৪ ডিসেম্বর যে আর্থিক সংকটের কারনে মোবাইলের কম্পিউটার ব্রাউজার হিসেবে পরিচিত বোল্ট ব্রাউজার অফিসিয়ালি বন্ধ হয়ে গিয়েছে।এর ফলে অনেকের মত আমি ও খুব হতাশ হয়েছি।এর ভিউ মোড একেবারে কম্পিউটারের মত হওয়ায় অনেকেই এই ব্রাউজারকে কম্পিউটারের বিকল্প হিসেবে ব্যাবহার করত।ফলে সবাই এর অভাব বোধ করতে থাকে।কিন্তু এভাবে আর কয়দিন!!
অনেকেই উঠেপড়ে লাগলো বোল্ট ব্রাউজারের মোডিফাইড ভার্সন বের করতে এবং অবশেষে সফলও হল।বের করে ফেলল বোল্ট ২.৩১ ভার্সনের মোডিফাইড ভার্সন।
এটা দিয়ে এখন পর্যন্ত সফলভাবে ফ্রি ব্রাউজ করা যাচ্ছে।আপনারা ও চাইলেও ডাউনলোড করে দেখতে পারেন।কিন্তু একটা সমস্যা হচ্চে এটা বোল্ট ইনডিক না হওয়ায় এতে বাংলা দেখা বা লেখা যাবে না।তাতে কি?
এটা যে পাওয়া গেছে সেটাই বা কম কি???
সফ্টওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর একটা কথা এটা কিন্তু অফিসিয়াল কোন ভার্সন নয়।তাই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যাবহার করবেন।
মিস করছিলাম আমিও। ধন্যবাদ।
ধন্য++++++ভাই………..
বোল্ট তা কে অনেক মিস করছিলাম ………..