আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই ? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
বড়দিন উপলক্ষ্যে আপনারা যাই করেন না কেন, দয়া করে কেউ আল্লাহ তায়ালার সাথে কাউকে শরীক করবেন না।
আজ খ্রীষ্টানের ধর্মীয় উপলক্ষ্যগুলোর মধ্যে বড়টা। আজ আমি আ্পনাদের সাথে শেয়ার করছি বড়দিনের Christmas উপর ৪টি ওয়াল পেপার ও ১২টি দারুণ ফন্ট নিন যাদের লাগবে।
ওয়ালপেপারঃ-
ফন্টঃ-
PF Christmas Flower
—————————————————————————————
লা ইলাহা ইল্লালাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, মোহাম্মদ (স) আল্লাহর রাসুন।
—————————————————————————————
আপনি মুসলিম হলে কখনওই এই বাক্যের বাহিরে যাবেন না দয়া করে। তাহলে আপনার ঈমান আর থাকবে না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ….
————————————————————————————————————————————
আজকের গান হলঃ—> ~~নেন্সির “পৃথিবীর যত সুখ”~~~
পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।
ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।।
রয়েছে এখনো এ বুকে লুকানো
রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এনে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকব ক্ষণ
রুপ কুমারের দেশে
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।।
ফন্ট গুল ভাল লাগল
বস মানুষের বস কালেকশন। আচ্ছা, পরের পোস্ট এ খুব দুখের একটা গান দিয়েন যেন পড়লেই কান্না পায়।