মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক। এ কারণে তিনি ভারতের জনগণের কাছে সম্মানের পাত্র। শ্রদ্ধার পাত্র। তবে বিশ্ব বাসীর কাছে তিনি স্মরণীয় নানা কারণে। তিনি রাজনীতিতে অহিংস ধারার জন্ম দিয়েছেন। আন্তজার্তিক পরিমন্ডলে তাকে ‘শান্তির দূত’ বলে মনে করা হয়। তিনি মানেপ্রাণে ব্যক্তিজীবনে সনাতন সংস্কৃতির নিষ্টাবান ধারক হয়েও ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।
তারই একটি মজাদার স্নরনীয় ঘটনা,
মহাত্মা গান্ধী ইংল্যান্ডের রাজার সাথে চা খেয়েছিলেন খালিগায়ে শুধুমাত্র ধুতি পরে। চা খেয়ে ফিরে এলে তাকে ব্রিটিশ সাংবাদিকরা প্রশ্ন করেন “রাজার সামনে বসে আপনার কি মনে হয়নি আপনার পোষাকের ঘাটতি ছিল”? মহাত্মা গান্ধী উত্তর দিয়েছিলেন “ আপনাদের রাজা একাইতো আমাদের দুজনকে ঢাকার মত যথেষ্ট পোষাক পরেছিলেন”
সুত্র খবরটিউয়েন্টিফর
লুলু =]] মজা ফাইচি… :>
মজা পেলাম।