ব্রিটেনে বেড়ে চলেছে শিক্ষার ব্যয় সেইসাথে জীবনধারনও হয়ে পড়েছে ব্যয়বহুল। আর এমতাবস্থায় ব্রিটেনের ছাত্রী সমাজকে অনুসরণ করতে হচ্ছে নানারকম অসামাজীক কাজে। আর এর মধ্যে প্রধান যে কাজ তা হচ্ছে পতিতাবৃত্তির মত কাজ। সূত্রঃ ডেইলি মেইল।
ছাত্রদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস বা এনইউএস হুঁশিয়ার করে দিয়ে বলেছে, শিক্ষার্থীরা তাদের শিক্ষার ব্যয় মেটাতে শুধু পতিতাবৃত্তি নয়, জুয়া ও অন্যান্য বিপজ্জনক পথেও পা বাড়াচ্ছেন। সরকারের সংস্কারের কারণে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলো বার্ষিক ৯ হাজার পাউন্ড ফি আরোপ করতে পারবে। তা ছাড়া ১৬ থেকে ১৯ বছরের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিচালনা ভাতা বা ইএমএ বাতিল করা হয়েছে।
নানারকম সংস্কারের কারণে অর্থ যোগার করতে হিমশিম খাচ্ছে ব্রিটেনের ছাত্রী সমাজ। তাই তারা লিপ্ত হয়ে পড়ছে নানা অসামাজীক কাজে। এনইউএস’র জাতীয় নারী কর্মকর্তা ইস্টেল হার্ট বলেন, শিক্ষার্থীরা আরো বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে। শিক্ষায় টিকে থাকার জন্যই তারা এসব বিপজ্জনক কাজে জড়াচ্ছে। এনইউএস আরো বলেছে, অশ্লীল নৃত্যের ক্লাবগুলোতে কর্মরত নারীদের বিশ শতাংশই ছাত্রী।
চিন্তা করতেছি…….লেখা পরা বাদ দিয়ে দিব……
কি হবে এত পরে?????
এইটা কি প্রযুক্তি বিসয়ক কোনো পোস্ট??