আমরা কি জানি ঠিক কতজন নারী-পুরুষ টুইটার ব্যাবহার করে? অথবা ফেসবুকের কথাই বলা হোক না। এছাড়াও আছে মাইস্পেস,ডিগ আরো অনেক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। সম্প্রতি ১৯ টি বহুল ব্যবহৃত সাইট থেকে একটি জরিপ ও গবেষণা থেকে এ সম্পর্কে জানা যায়।
এই গবেষনায় যেসব সাইট থেকে ডাটা সংগ্রহ করা হয়ঃ Facebook, LinkedIn, MySpace, Twitter, Slashdot, Reddit, Digg, Delicious, StumbleUpon, FriendFeed, Last.fm, Friendster, LiveJournal, Hi5, Imeem, Ning, Xanga, Classmates.com, Bebo.
নারী-পুরুষের সামাজিক যোগাযোগের তুলনামুলক অনুপাত বের করতে ব্যাবহার করা হয় সাইট ডেমোগ্রাফিক ডাটা যা গুগল এ্যাড প্লেনার সার্ভিস থেকে পাওয়া যায়।
নারী-পুরুষের সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যাবহারের পরিসংখ্যানঃ
- ৮৪% (১৯টির মধ্যে ১৬ টি) ওয়েবসাইটে পুরুষের তুলনায় নারী ব্যবহারকারী বেশি।
- Digg, Reddit and Slashdot এ বেশিরভাগ পুরুষ সাইট ব্যাবহারকারী নজরে পড়ে। এর মধ্যে Slashdot এই ৮২% পুরুষ ব্যবহারকারী।
- যদি এই জরিপে মাত্র ৩টি সাইট যোগ করা না হত তবে বাকি সব সাইটের ব্যাবহারকারীর সংখ্যা পুরুষের তুলনায় নারীই বেশি হত।
- টুইটার এবং ফেসবুকে নারী-পুরুষের প্রায় অনুপাত। টুইটারে ৫৯% এবং ফেসবুকে ৫৭% নারী ব্যাবহারকারী।
- সবচেয়ে বেশি নারী অধ্যুষিত সাইট হল Bebo (৬৬% নারী), একদম কাছাকাছি আছে MySpace এবং Classmates.com (৬৪% নারী)।
- এই ১৯ টি সাইটে গড়ে ৪৭% পুরুষ এবং ৫৩% নারী ব্যাবহারকারী
ভাল তথ্য অবগত হলাম
ভাল তথ্য শেয়ার করেছেন ভাইয়া
ভাল…