জানুয়ারী 2012 থেকে মাইক্রোসফট তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে ব্রাউজারের সবচেয়ে নতুন সংস্করণের অটোমেটিক আপডেটের সুবিধা।
মাইক্রোসফট ব্রাইউজারের আপডেটের পদ্ধতি অনেক আগে থেকেই চালু ছিল যা ব্যবহারকারীকে একটি সংকেত দিত আর ব্যবহারকারীকে নিজে থেকে তা আপডেট করা লাগত। তবে ভবিষ্যতের এই আপডেটটি হবে ব্যবহারকারীর অজান্তেই। এতে করে ভুয়া কোন আপডেটের ব্যপার থেকে ব্যবহারকারীরা নিরাপদ থাকবেন।
মাইক্রোসফট বলেছে, কোন ব্যবহারকারী যদি তাদের ব্রাউজারের আপডেট সংস্করণ ব্যবহার না করতে চান তাহলে তা আনইন্সটল করতে পারবেন।
মাইক্রোসফট আইই বস রাইয়ান গেভিন বলেছেন, অনেক সাইবার অপরাধীর টার্গেট থাকে পুরনো ব্রাউজারের সংস্করণ। তারা চায় ভুয়া আপডেট সংস্করণ ব্যবহারকারীদের দিয়ে ইনস্টল করাতে। এ ধরণের অপরাধ রোধ করতে মাইক্রোসফট নিজে থেকেই ব্যবহারকারীদের অজান্তেই ব্রাউজার আপডেট করে দিবে অতি সহজেই নিরবে।
আমি ও ব্যবহার করিনা, হা হা হা. ধন্যবাদ আপনাকে.
কোনো সমস্যা নাই……..
করুক…..আমি তো আর ঐটা ব্যবহার করিনা……
সো কনু চিন্তা নাই/….