ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় ব্রিটেনের নারীরা বেশি মোটা। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যানবিষয়ক কার্যালয় ইউরো স্টেট থেকে প্রকাশিত ইউরোপিয়ান হেলথ ইন্টারভিউ সার্ভের (ইএইচআইএস) জরিপে এমনটিই বলা হয়েছে।
স্থূল নারীর তালিকায় এরপর মাল্টা, হাঙ্গেরি, লাটভিয়া ও চেক প্রজাতন্ত্রের অবস্থান। অন্যদিকে রোমানিয়া, ইতালি, বুলগেরিয়া ও ফ্রান্সে মোটা নারীর সংখ্যা সবচেয়ে কম।
১৯টি দেশের নারীদের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ব্রিটেনের শতকরা ২৩.৯ শতাংশ নারী মোটা। মাল্টার ২২, হাঙ্গেরির ২১.৪, লাটভিয়ার ২১ ও চেক প্রজাতন্ত্রের ১৮ দশমিক ৪ শতাংশ নারী মোটা।
গত মাসে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু লেন্সলি ২০২০ সালের মধ্যে স্থূলতা কমিয়ে আনার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ব্রিটেনের অধিবাসীদের খাবার ও পানীয় সম্পর্কে সচেতন থাকতে হবে।
আমি তো মনে করেছি লাম যে আমাদের দেশের নারী রায় বেশি মত……
হাহাহা………লোল