আমি একটি ডট কম এর ডোমেন কিনতে চাই ।কিন্তু কোথা হতে কম মুল্যে ভাল মানের ডোমেন পাওয়া যায় আমি বুচতে পারছিনা তাই আপনাদের সহযোগিতা চাই । যারা এ বিষয়ে জানেন তারা অবশ্বই এই ৩ টি বিষয় আমাকে জানাবেন । 1)প্রতি বছরে কত টাকা পে করতে হবে ? 2)এই ডোমেন থেকে কি সাবডোমেন করা যাবে ? 3) টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে ?
আমি আমার blogger দিয়ে তৈরী moviepc.co.cc এই সাইটটিতে ব্যাবহার করবো ।পরবর্তিতে কি আমি অন্যকোন হোস্টিং সাইটে ব্যাবহার করতে পারবো ?
স্যরি দেরি হয়ে গেলো উত্তর দিতে।
আপনি আমার কাছ থেকে ডোমেইন কিনতে পারবেন। আমরা ডোমেইন সেল সহ রিসেলারশিপ ও দেই। বর্তমানে আমাদের আন্ডারে ৬০ টি ডোমেইন রয়েছে। কেউ কোনোদিন কোনো কমপ্লেইন করেনি।
১. আমাদের কাছ থেকে নিলে দিতে হবে ৭০০ টাকা প্রতিবছর। তবে ৩১ ডিসেম্বরের আগে যদি নিতে চান, তবে প্রথম বছরের জন্য ৬৫০ টাকার একটা অফার আছে।
২. সাব-ডোমেইন করার ব্যাপার ওয়েব হোস্টিং এর উপর নির্ভর করে, ডোমেইনের উপর না। তাই, সাবডোমেইন করতে হলে আপনাকে পেইড ওয়েব হোস্টিং নিতে হবে।
৩. আমাদের কোম্পানি থেকে নিলে পেপাল, ক্রেডিট কার্ড অথবা বাংলাদেশের ডাচ বাংলা ব্যাঙ্কে পরিশোধযোগ্য।
৪. যদি কোনো ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে নেন (যেমন, আমরা) তবে অন্য হোস্টিং এ পরে ব্যবহার করতে পারবেন। তবে গুগলের কাছ থেকে কিনলে পারবেন না।
আশা করি উত্তর পেয়ে গেছেন।
ধন্যবাদ, সাপোর্ট এডমিন।
অপেক্ষা করুন বস ।। । :) :) :)