আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।
বহুদিন আজকে টিউনার পেজ এ আসলাম । পরীক্ষার কারনে এতদিন আর আসতে পারি নি। :P
আজকে ভাবলাম একটা সাধারণ বিষয় নিয়ে পোস্ট করি। আমরা সবাই ফেসবুক এর টাইমলাইন সম্পর্কে জানি। না জানলে এখানে দেখুন ।
১) প্রথমে এখান থেকে ফেসবুক ডেভেলপার এ যান ।
২) একদম উপরে ডান সাইডের চিপায় দেখেন +Create new App লেখা আসে। ওইখানে ক্লিক করেন ।
৩) এইবার App Display Name এবং App Namespace এ যেই নাম ইচ্ছা সেই নাম দেন। :p
৪) এবার বাম সাইডে open graph লেখাতে ক্লিক করেন ।
৫)এইবার এই দুইটা বক্স এ read my timeline আর profile লিখে get started এ ক্লিক করুন ।
৬) এরপরের এই পেজ এ একদম নিচে গিয়ে Save changes and next এ ক্লিক করুন ।
৭) আবার এর পরের পেজ এর একদম নিচে গিয়ে Save and Finish এ ক্লিক করুন
৮)এইবার আপনার প্রোফাইল এ গিয়ে Get it now এ ক্লিক করুন
আর যাদের get it now আসে নাই তারা এখানে যান এবং এখান থেকে get it now এ ক্লিক করুন।
আর তোরে ধন্যবাদ প্লাবন।
আজকে এই পর্যন্তই । আগে যদি এটা নিয়ে কোন পোস্ট হয়ে থাকে তাহলে দুঃখিত । আর দয়া করে মন্তব্য করবেন।
ধন্যবাদ জাহাপনা …………….
চরম । । :) :)
আমি ভাই অনেক আগেই করে ফেলছি…………
ধন্য++++++
আপনাকেও ধইন্না
purai vua ….
এই ভেজাল এর দুনিয়াতে খাঁটি কিছু পাইলে আমারে বইলেন
দিপ্ত একটা কাজ কর। আমার মত অনেকেরই Get It Now আসে নাই। তারা যেটা করবে সেটা হল সব কাজ করতে হবে (এপ বানানো থেকে Get Started পর্যন্ত) তারপর এই লিঙ্কে গেলে http://www.facebook.com/about/timeline পাওয়া যাবে গেট ইট নাউ।
এটুকু যোগ করে আপডেট করে দাও !!!
কইরা দিসি
ধন্যবাদ !!! :)
ভাই আমারটা একবার করেছিলাম পরে ভালো লাগেনাই তাই আবার টাইমলাইন থেকে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু আবার অটো হয়েগেছে। কিন্তু এখন আর বের হতে পারছিনা। টাইমলাইন থেকে বের হওয়ার কোন উপায় আপনার জানা আছে। যদি জানা থাকে তাহলে কষ্ট করে জানাবেন।
করা যায়তো । একদিন সময় পেলে আনইন্সটল করাটা শিখিয়ে দিব
ভাই fb timeline somporke bistarito janale khusi hotam ,….ami fb temon use korina…..tai ai somporke temon kisu janina……………….
সব কাজই তো কোরলাম . কিন্তু profile এ তো “get it now” আসলো না
হবার তো কথা । এক কাজ করেন ভিডিও তা একটু দেখেন http://www.youtube.com/watch?v=uOMgH_x2hNA
আমারও Get It Now আসে নাই, পরে এই লিঙ্ক এ গিয়ে একটিভেট করছিঃ http://www.facebook.com/about/timeline :)
দারুণ জিনিস। আমিও আমার ফেইসবুক একাউন্টটিকে এভাবে করতেছি। দেখি কেমন লাগে
ছি ছি ছি এতদিন করেন নাই। আপনি তো ফেসবুক ইউজার নামে কলঙ্ক :P :P
অনেক ধন্যবাদ তোমাকে। আমার এটা দরকার ছিল।
থাঙ্কু ভাইয়া।