সবাইকে স্বাগতম টিউনারপেজের নতুন লাইভ প্রোগ্রাম “টিজে হটসিট” এ !
আমরা আমদের এই প্রোগ্রাম এ প্রতি পর্বে একজন করে জনপ্রিয় টিজেকে নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের সাথে । টিউনারপেজের টিজেদের প্রতি শ্রদ্ধা প্রকাশের আমাদের একটি আয়োজন এটি। আপনারা চাইলে আমাদের লাইভ প্রশ্ন উত্তর এর ফাকেঁ নিজেও জেনে নিতে পারেন তার সম্পর্কে, আপনি সেই ক্ষেত্রে নিচে মন্তব্যে আপনার প্রশ্ন জানিয়ে দিতে পারেন !
আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় টিজে “সাইভার ওয়ার্ল্ড” যিনি ইতিমধ্যে টিউনারপেজে ৯৯ টি টিউন করে ফেলেছেন এবং খুব শিঘ্রই টিউন সংখ্যায় তিনি তিন অঙ্কে চলে যাচ্ছেন !
তার প্রথম পোস্ট ছিলো Portable XP Tools Pro 9.8.28 এই টিউনটি তিনি ইংরেজিতে করলেও পরের সকল টিউন তিনি করেছেন বাংলায় ! তার সর্বশেষ করা টিউন হচ্ছে মোবাইল থেকে ফ্রী এস এম এস করুন যে কোন দেশে । । 100 % Free !
তার টিজে প্রফাইল দেখতে এখানে ক্লিক করুন http://www.tunerpage.com/tj/user/Titu এবং এক সাথে তার সমস্ত পোস্ট দেখুন এখানে ক্লিক করে
তো চলুন আমরা কথা বলি তার সাথে, আমাদের সাথেই থাকুন ! আপনিও আপনার প্রিয় টিজেকে মন খুলে প্রশ্ন করতে পারবেন। তবে অবশ্যই এমন কিছু প্রশ্ন করবেন না যাহা আপত্তিকর। আপনিও বেশী করে পোস্ট করুন এবং আপনিও হতে পারেন একজন সেলিব্রেটি টিজে হয়ত আগামী হট সীটে আমাদের সাথে থাকবেন আপনি !
সাইভার ওয়ার্ল্ড ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।হেল্প লাইনে আপনের হেল্প পাইচি………….
আপনাকে ও ধন্যবাদ । ।। সাথেই থাকুন ।। :) :)
সাইভার ওয়ার্ল্ড ভাই আগেই জানিয়েছিলেন যে তিনি আমাদের আজকে খুব বেশি সময় দিতে পারছেন না, তাই এখন তিনি অনলাইনে নেই, এ কারনে আমরা আন্তরিক ভাবে দুঃখিত !
আশা করছি আমরা আজ একি সময়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারবো !
ধন্যবাদ রাসেল ভাই । । :) :) :D
এই আয়োজন তো ধারাবাহিক হবে। তো প্রতিদিন হবে? নাকি কি ব্যবধানে? @রাসেল১৩ভাই
সবাই মনে হয় ঘুমাইছে। আসলেই তো। এই ঠান্ডায় কেউ পিসির সামনে বসে থাকে? আমারটা তো আলাদা। লেপের নিচে থেকে আপনাদের সাথে আছি। কেউ দেখলে ভাববে ঘুমাচ্ছি।
আমি গ্রামে আছি । । বুঝতে পারছেন গ্রামে কি অবস্থা । । ।:) :)
আমিও তো গ্রামের ছেলে। হাহাহা। বুঝতেছি
টেকনোলজি জগৎ এর বাহিরে আর কিছু কি করছেন ?
টেকনোলজি জগৎ এর বাহিরে পিসি সেল এবং সাভিসিং করি । । এই ….. ..:) :)
বাইরে কিভাবে হলো? :P
আমার মত নতুন টিজেদের উদ্দ্যেশে কিছু বাণী দিলে ভাল হয়।
ঠিক
;)
কি হল?
:) :)
Sazzad হোসাইন ও পারভেজ ভাই আপনাদের উদ্দেশ্য বলার কিছু নেই , টিজেদের উদ্দ্যেশে শুধু এই টুকু বলবো , আপনাকে সেরাদের সেরা হতে হবে । । ভালোর মধ্য ভালো হতে হবে । । আমি জানি আপনি পারবেন । । উদ্দেশ্য ভাল রাখুন ,দেখুন সব পারবেন আপনি । । ।
Hacking suru korsen koto din holo?
বছর খানিক হইছে করতেছি । । তবে আমার কিছু নিদিষ্ট সময় আছে , ওই সময় গুলোতে শিখি ও করি এবং আমার একটা ছোট একটি গ্রুপ আছে অফ লাইনে । ।
বাহ! আমারও নিদিষ্ট সময় আছে হ্যাকিং এর। হ্যাকিং শুধু রাতে। রাত ৫টা প্রজন্ত!
ভাল
ভাল :) :)
টিউনারপেজের শুরু থেকে আপনি আছেন। টিউনারপেজের সাথে কিভাবে জড়ালেন?
আসলে মামার মাধ্যমে আমি টিপিতে জড়িয়ে পড়ি । । ওনি আমাকে টিপির লিংকটি শেয়ার করেন । । :) :)
টিউনারপেজে কি কি দ্বায়িত্বে আছেন?
টিউনারপেজে হেল্প লাইনের দায়িত্বে আছি বতমানে ।। ।
bca te apnar nick name ki?
মারুফ ভাই আমি বিসিএ জয়েন নাই । । তবে আমার এই আইডিটা titu tutul এইটা add আছে । । :D
আপনি কোথায় পড়া শোনা করেছেন বা করছেন ?
পড়া শোনায় আছি । । :) :)
আমার তো মনে হয় “পড়ার টেবিলে”B-)
may be ..:) :)
আমরা যতদূর জানি আপনার একটি চমৎকার সাইট রয়েছে সফটওয়্যার এর উপর ইংরেজী ভাষায় ! আমরা কি সেটা সম্পর্কে কিছু জানতে চাই !
সবারই ইচ্ছা থাকে নিজের নামে সাইট বানাতে , তাই আমি ও করলাম । । আসলে মূলত ওই খান থেকে আমার হাতে খড়ি । । অনেক কিছু শিখছি , জানছি । । ওইখান থেকে আমার কোড জানা শুরু হয় এবং কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি । । এখন ও করি । । আসলে অনেক কিছু জানতে পারলাম । । ভাল লাগে । । করতে
আপনার সাইটের URL টা যদি দিতেন :)
এটাতো একটা সিম্পল সাইট । এর থেকে ভাল সাইট আপনাদের নিজেদের আছে । ।
http://www.titu2.blogspot.com
আপনার সাইটটি এখানে শেয়ার করায় ধন্যবাদ, চমৎকার একটা সাইট !
ভাই আমি কি দেরী করে ফেললাম?????
না । । সঠিক সময়ে এসেছেন ।। । । :)
দুক্ষিত ভাই আমি ঘুমিয়ে পরেছিলাম.
:) :) :D
টিউনারপেজে কিভাবে আসলেন প্রথম ?
ব্লগিং করার ইচ্ছা ছিল । । মামা আমাকে এ লিংকটি মেসেজ করলো , আর তখন থেকে স্টাট । । :) আর এভাবে আমার যাএা শুরু । । ।
আমরা যতোদুর জানি হ্যাকিং নিয়ে আপনার কিছু লেখা আছে টিপিতে, যেমন জুমলা সাইট হ্যাক করার বিষয়েও, তো আমরা কি আপনার হ্যাকার লাইফ সম্পর্কে কিছু জানতে পারি ?
আমি দুঃখিত এই বিষয়ে কিছু বলতে চাই না । । তবে এ টুকু বলবো হ্যাকিং বিষয় টা কম্পিউটার জগতের শেষ পাট বলে আমি মনে করি । । যার শেষ নাই । । যত শিখবে তত জানবে । । :) :)
ধন্যবাদ !
নতুন হ্যাকারদের জন্য আপনি যদি কিছু বলতেন বিশেষ করে যারা নিজের দেশের সাইট হ্যাক করার চেস্টা করছে তাদের প্রতি কিছু বলুন !
নতুন হ্যাকারদের বলছি আমার একটা অনুরোধ , দেশের ক্ষতি করবেন । । দেশটা আমার , আপনার মায়ের মতো । । আর আপনি সেই মায়ের সঙ্গে বেইমানি করছেন । । ধিক্কার জানাই তাদের যারা এ ধরনের ঘৃণ্য কাজ করছেন । । সময় হয়ছে এবার দেশের জন্য কিছু করার ।। । ১৯৭১ কে স্নরণ করে এবার দেশের জন্য কিছু করার চেষ্ঠা করুন । । গজে ওঠো বাংলাদেশ ।। । :D
দুঃখিত লাইনটি হবে নতুন হ্যাকারদের বলছি আমার একটা অনুরোধ , দেশের ক্ষতি করবেন না । ।
আমরা বুজতে পেরেছিলাম, টাইপ করতে গেলে এরকম হুউয়াটা স্বাভাবিক, আমার তো মাঝে মাঝে এরকম হাস্যকর ভুল হয় টাইপ করতে তা আর নাই বা বললাম ! :P
ধন্যবাদ আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য ।। ।
সাইভার ওয়ার্ল্ড ভাই আপনার নাম সাইভার ওয়ার্ল্ড হলো কেন :P
চিন্তিত পথিক চিন্তিত হয়ে গেছে এই কারনে :P
:) :) :D ;)
ভাল প্রশ্ন।
সাইভার ওয়ার্ল্ড নামটার অনেক তাৎপয আছে । । সাইভার ওয়ার্ল্ড কিয়ামত পযন্ত থাকবে । । হয় তো আমি , আপনি থাকবো না , কিন্তু আমার , আপনার মতো অনেক সাইভার ওয়ার্ল্ড আসবে , যারা সাইভার জগতটাকে পুরা ওয়ার্ল্ড বা বিশ্বে ছড়িয়ে দিবে । । অল্প কথায় বললাম । । আসলে সাইভার ওয়ার্ল্ড অসীম ।। । এটা আমার পছন্দের একটি নাম । । :) :) ধন্যবাদ পথিক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য । ।
আসলেই প্রযুক্তি যতোদিন আছে ততোদিন সাইভার ওয়ার্ল্ড থাকবে, আসলেই তাৎপর্যপূর্ণ একটা বিষয় এটা, এক অর্থে এটা মহাশূণ্যের মতোই অসীম !
ধন্যবাদ ।। :) :)
কথা সত্য ।
আর.. আর… আর….
জি এম পারভেজ ভাই বলুন আর কী জানতে চান ।। সবি তো বলে দিলাম । । ।:)
আর..আর…আর….আর সবাই কোথায় গেল?
আমারে দেইখা পালাইছে । । । :) :) :) হ্হাহাহাহাহ
পালিয়ে যাবে কতদুর? ‘ছবি’ তো আর হয়ে যায়নি!
প্রথমেই আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনার আসল নাম, কি করছেন এসব !
আমার আসল নাম : মো : নূরুল ইসলাম টিটু। । আমি চট্রগ্রামে থাকি । টেকনোলজিতে আমার প্রচুর জানার আগ্রহ আছে । । টেকনোলজি জাতীয় বিষয় গুলো সবার সাথে শেয়ার করি । । আমি কি করছি তা বলতে চাচ্ছি না , সময় হলে জানবেন । । :) :) আপাতত কিছুই পারি না । । ।:) :) ধন্যবাদ
টিটু ভাই আপনার কথা শুনে ভালো লাগলো, আপাতত কিছুই পারি না -কথাটা শুনে বেশ মজা পেলাম, টিউনারপেজ হেল্প লাইন এ যারা সবচেয়ে বেশি হেল্প করেছে আপনি তাদের মধ্যে একজন, হেল্প লাইনে অনেকেই আপনার মাধ্যমে হেল্প পেয়েছেন !
আসলে সত্যি বলতে কি, হেল্প করতে আমার ভাল লাগে । । যে খানে আমার চোখ পড়ছে সেখানে আমি হেল্প করি । । আমার নিক নেইম কয়েকটা । । যার কারণে বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে ডাকে । ।সবার মধ্য কিয়েটিভিটি আছে , হয়তো হেল্প করাটা আমার কিয়েটিভ ।। । :) :D
আমরা এমন এক সময়ে বাস করছি যে কেউ কাউকে সাহায্য করতে চায় না, আজ যদি আপনার মতো আরো সবাই সবাইকে হেল্প করতে আগ্রহী হতো তাহলে হয়তো আমাদের দুনিয়াটাই চেঞ্জ হয়ে যেতো !
চেষ্ঠা করতেছি , আমার থেকে ও ভাল কয়েকজনকে তুলতে । । আশাকরি খুব শ্রীঘই তারা আসবে । । আমি শিখতে ও শিখাতে প্রস্তুত । । দোয়া করবেন । । আমার স্বপ্ন আমার আশা যাতে পূরণ হয় ।। ।:) :)
ইনশাল্লাহ ! আশা করবো সবাই একদিন এভাবেই এগিয়ে নিয়ে যাবে এই সমাজকে এই পৃথিবীকে !
আপনার টেকনোলজি এর জগতে আসার প্রেরণা কে বা কি ছিল?
এইটাই বলতে চাইছিলাম। এই জগতে প্রবেশের শুরুর দিকটাও জানতে চাই
টেকনোলজি জগতে আমার অনেক ইচ্ছা আছে ভাল কিছু করার , স্বপ্ন ও দেখি কিছু করার । । আর আমার প্রেরণা আমার মামা , নাম শওকত । যার কাছে সাহায্য চাইলে বলতো নিজে করো , অনেক কিছু জানতে পারবে । । আসলে নিজে চেষ্ঠা করলে অনেক কিছু শিখা যায় । যার ফলে নতুন কিছু করার চেষ্ঠা করি । । :) :D
ধন্যবাদ! :)
বাহ চমৎকার ! আসলেই নিজে চেস্টা করেই অনেক কিছু করা যায়, অন্যের সাহায্য হয়তো গতি বাড়িয়ে দেয় তবে নিজের প্রচেস্টাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ !
:-)
সহমত রাসেল ভাই । । :)
বাহ । ধন্যবাদ।
দ্বিতীয় প্রশ্নঃ বিয়া করেছেন ?
হাহাহাহাহাহাহাহাহ না । । সময় পাই নাই :D
হা হা হা । ঘড়ির ব্যাটারী খুলে রাখেন । দেখবেন অনেক সময়
খাইছে ঘড়ির ব্যাটারী খুলে রাখলে আমি শেষ :) :) । । আমার সব কিছু কম্পিউটার । । married to কম্পিউটার । । আমার জান , আমার পরাণ :) :) । । । যে পরিমাণ সময় কম্পিউটারের পিছনে ব্যয় করি । । মনে হয় না আর কেউ করে । । । যার কারণে …….শেষ :) :D
তবেই সেরেছে
:) :) :D :D
প্রথম প্রশ্নঃ কেমন আছেন?
জ্বী আপনাদের দোয়ায় ভাল । । আপনি ।। ।:D
আলহামদুলিল্লাহ ভাল
আপনাকে স্বাগতম টিজে সাইভার ওয়ার্ল্ড এবং বিজয় দিবশের শুভেচ্ছা !
কেমন আছেন ?
দুঃখিত আমি । । আপনাকে ও বিজয় দিবসের শুভেচ্ছা । । আমি ভাল । । আপনি কেমন আছেন ।।
ভালো !