সুপ্রিয় ভাইয়ের /বন্ধুরা ,
কেমন আছেন আপনারা ? আজ ১৬ই ডিসেম্বর ।মহান বিজয় দিবস ।এই আজকের দিন আরও স্পেশাল কারন আজ আমাদের বিজয়ের ৪০বছর পুর্ন হয়েছে ।
যাক সে কথা ।আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সাইট যে সাইটটি অনলাইনে সংগ্রহ করে যাচ্ছে পল্লীগ্রামের আনাচে কানাচে লুকিয়ে থাকা আর বর্তমানে বিলুপ্তির পথে যে পল্লীসাহিত্য সেগুলো ।
চলুন জেনে নেই কিভাবে আমরাও অবদান রাখতে পারি এই পদক্ষেপে ।
প্রথমে পল্লীসাহিত্য সংরক্ষনের ভুবনেপ্রবেশ করুন ।এবার ওয়েবসাইটিতে দেখুন এক স্থানে লেখা আছে create acount/login ।ঐ লেখাটিতে ক্লিক করুন ।নতুন একটা পেইজ আসবে ।ওটার উপর থেকে Create a acount লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন ।
এবার my Prefernece এ ক্লিক করে তৃতীয় লাইনের ল্যাংগোয়েজ থেকে ‘bn-বাংলা’ সিলেক্ট করে নিন ।থিম (Skin)পরিবর্তনের জন্য আর একটু নিচে যান ।তারপর ১১টি থিম থেকে যেকোন একটি সিলেক্ট করে নিন ।পাতার নিচে গিয়ে ‘Save’বাটনে ক্লিক করুন ।এবার ‘প্রধান পাতায়’ ফিরে যান ।
‘বর্নমালা ক্রমে’ লেখায় ক্লিক করুন ।এবং যেকোন একটি বর্ন বেছে নিয়ে সেই ‘উইকিসংকলনের’মতো কাজ করুন ।
কিছু ট্যাগঃপাতা তৈরী করতেঃ
[[পাতার নাম]]
লিংক যোগ করতেঃ [link নাম]