গুগল ক্রোম বর্তমানে বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দী ওয়েব ব্রাউজার। কিন্তু গুগল যে একই সাথে আরেকটি প্রোজেক্ট বাস্তবায়ন করছে সেটা সম্পর্কে আমরা বেশিরভাগই জানিনা। গুগল ক্রোমের মত এই একই রকম ব্রাউজারের নাম “ক্রোমিয়াম” (Cromium) খুব যে আহামরি কিছু তা নয়। আপনারা দেখে বলবেন এটা তো গুগল ক্রোমই শুধু রঙটা আলাদা। আমিও আপনাদের পক্ষে। কিন্তু তবুও জানা থাকা ভালো। কেউ কখনও আপনাকে জিজ্ঞাসা করলে যাতে বলতে পারেন যে দেখেছি বা জানি। আর চাইলে একবার ডাউনলোড করে ব্রাউজ করেও দেখতে পারেন। সাইজ ৩০.৩ এমবি। এটা গুগল ক্রোমের সব এক্সটেনশন সাপোর্ট করে।
এদের লোগো এমনঃ
ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ http://www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/Internet/Browsers/Portable-Google-Chrome-Chromium.shtml
জানিনা, এরকম লেখা আগেও হয়েছে কিনা। হয়ে থাকলে দুঃখিত, চেক করে ব্যর্থ হলাম।
দুইটার পার্থক্য কি?
তেমন কোনো পার্থক্য নেই। শুধু রঙ আলাদা !! :p
হাহাহাহ………..আমি উবুন্টু তে এইটা ব্যবহার করি আমি তো মনে করছিলাম…………
দুই টাই এক …সুধু উবুন্টু এর জন্যে রং তা পাল্টায়ে দিছে……হাহা….এখন দেখি দুই টা আলাদা জিনিস…..
ধন্য+++++++
ঠিক আলাদা না। গুগলই দুইটা ডেভেলপ করছে শুধু বলছে একটা ওপেন-সোর্স আর আরেকটা GPL লাইসেন্স এর আন্ডারে !
আমার lapy তে কিছু crome শো করে না বা active হইনা , কোন তা ক্রোম টা আমার pc তে চলবে টা বুঝব কি করে?
ঠিক বুঝলাম না কি বলতে চাচ্ছেন। ফেসবুকে যোগাযোগ করতে পারেনঃ http://www.facebook.com/leo.plabon
আমি এটা ইউস করি!! ভালোই লাগে! ধন্যবাদ! :)
I.T. Riya কে ধন্যবাদ !
সুন্দর সুন্দর সুন্দর
:)
তোমাকে অনেক ধন্যবাদ এইরকম একটা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ তানভির ভাই !!
ধন্যবাদ , প্লাবন ভাই , এই তথ্য টা জানানোর জন্য ।
ধন্যবাদ !
ধন্যবাদ, তথ্যটি জানা ছিল না
না জানারই কথা !!!