আর কল্পনা নয়। স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত পাণ্ডুলিপি ‘প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ এ বার সাধারণ মানুষের হাতের মুঠোয়। শুধু একটা মাউসের ক্লিক। আর তার পরেই মাধ্যাকর্ষণের গূঢ় রহস্য ছাপার আকারে পড়ে ফেলতে পারবেন যে কেউ। সৌজন্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন লাইন সংস্করণ ‘কেমব্রিজ ডিজিটাল লাইব্রেরি’।
http://cudl.lib.cam.ac.uk এই ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে নিউটনের পাণ্ডুলিপির খোঁজ। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অ্যান জারভিস বলেন, “ছ’শো বছরের সংগ্রহ রয়েছে এখানে। বিশ্বের অধিকাংশ দেশের বিখ্যাত বই, মানচিত্র, পাণ্ডুলিপি, সংস্কৃতি ও বিজ্ঞানচর্চার নিদর্শন রয়েছে এখানে।” নিউটনের পর ডারউইনের পাণ্ডুলিপিও প্রকাশের ইচ্ছা আছে বলে জানিয়েছেন জারভিস।
তথ্য বিষয়ক যে কোন লিখা আপনারা লিখতে পারেন http://tech.bd24live.com এ..
জটিল একখান জিনিস দিছেন ভাই
ধন্যবাদ