গত পোস্টে আমরা একটি বাটন করেছি । সেই বাটনে ক্লিক দিলে আমাদের সামনে একটি বার্তা চলে আসছে । ওকে করলে সেই বার্তা চলে যাচ্ছে । যদি আমরা চায় যে বাটনে ক্লিক দিলে এটি বার্তা আসবে এবং বার্তা বক্সে ওকে ও ক্যান্সিল লেখা থাকবে । আপনি ওকে করলে বলবে আপ নি ওকে প্রেস করেছেন । ক্যান্সিল করলে বলবে আপনি ক্যান্সিল করতে চান ? এখন আমরা এই কাজ টি করব । প্রয়োজনে আপনি আপনার প্রয়োজন মত বক্তব্য তুলে ধরতে পারেন । কোড গুলো একটু খেয়াল করলেই আপনি অন্য রকম ভাবে উপস্থাপন করতে পারবেন । Dreamweaver এ জাভা নিয়ে কাজ করা কত সহজ তা তো বলার প্রয়োজন নেই ।
এই কাজটি করতে হলে পূর্বের বাটন এর মতই হেড ও বডিতে কোড লিখতে হবে । চিত্র গুলো দেখুন তবে সহজে আপনিও পারবেন ।
এবার আমরা দেখব কিভাবে আমরা একটি কাউন্টার বানাতে পারি । এটি ও খুব কঠিন হবেনা । স্টার্ট কাউন্ট বাটনে ক্লিক করলে ১.২.৩.৪ এভাবে গননা দেখতে পাবেন আপনার কাউন্ট বক্স এ । আমি এর কোড টুকু দিয়েদিচ্ছি ।
একটি প্রশ্ন –
আপনাদের একটু চিন্তা ভাবনার জন্য প্রশ্ন করছি ? মনে করুন কাউন্টার বাটনে ক্লিক করলাম । স্টার্ট কাউন্ট লেখাটি পরিবর্তন হয়ে স্টপ কাউন্ট লেখাটি বাটনে ভেসে উঠবে । স্টপ কাউন্ট বাটনে ক্লিক করলে কাউন্ট বন্ধ হয়ে যাবে ? এমন করতে হলে কোড টি কি হবে ?
স্টার্ট কাউন্ট করতে হলে নিচের কোড গুলো লিখে ফেলুন । সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করে মজা দেখুন !!! এখন এ পর্যন্ত এক সাথে বেশী দিলে আপনাদের প্যাটিস করতে কিছুটা সমস্যা হবে । Dreamweaver এ ভুল কোড লিখলে আপনাকে সংকেত দেবে । কোড লাইন মিশিং বলবে । তবু একটু সাবধানে লিখবেন । কারন আপনি সঠিক পথে ভুল কোড লিখলে Dreamweaver ভুল ধরবেনা কিন্তু ব্রাউজারে কাজ করবেনা । আবার অনেক ক্ষেত্রে একটি ভুল কোড ও অন্য কোন কাজের জন্য সঠিক কোড হয়ে যেতে পারে । এ ক্ষেত্রে আপনার মনে অজানা আনন্দ দোলা দিতে পারে !ভালো থাকবেন সবাই ।
অনেক ভালো হয়েছে.
আরো কিছু পোস্ট চাই dreamweaver নিয়ে
ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য
ইয়াসির ভাই মারাত্মক হচ্ছে । চালায় যান
চেষ্টা করব !
আসসালামু আলাইকুম.ভাইজান আপনার পোস্টটা কত পর্বে শেষ হবে?
কেন ভাই ? আমি সঠিক জানিনা !!!!
সত্যি ভাই …জাভা না থাকলে মনে হয় ওয়েব এত সুন্দর হত না…..
চালিয়ে যান…..সুন্দর হতছে..
আমার মনে হয় ফ্লাস দিয়ে তৈরি স্লাইড শো এর চেয়ে জাভার স্লাইড শো গুলো ভিজিটরদের জন্য আরাম দায়ক ।ভালো লাগলো আপনার মন্তব্য ।
জি ভাই………
ফ্লাশ তো একটা অর্তিফিচিয়াল জিনিস………তার জন্যে কাজ ও করতে হয় অনেক…….
কিন্তু জাভায় ছুট ছুট কোডে ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়…..
যা ফ্লাশ দিয়ে কনু দিন ও সম্ভব না….
ধন্যবাদ ………।
সুন্দর হচ্ছে ভাই। চালিয়ে যান।
আপনাদের উৎসাহ খুব ভালো লাগছে ।
আরাফাত ভাই আপনি কি আমাকে DREAMWEAVER এর ডাউনলোড লিংকটা দিতে পারবেন ?
WHY NOT !!!
http://www.mediafire.com/?menilmwotny
পাসওয়ার্ড দিবেন – soft