আমরা প্রায় সবাই কম বেশী পেনড্রাইভ ব্যাবহার করি ডাটা ব্যাকআপ এর জন্য।কিন্তু অনেক সময় অনেক বন্ধু অথবা অফিস কলিগ এটা কে ব্যাবহার করতে চাইবে। আর তখন -ই ঘটবে বিপত্তি,অনেক সময় তাদের কম্পিউটার এ ভাইরাস গুলি অনাকাংক্ষিত ভাবে আপনার পেনড্রাইভ এ চলে আসতে পারে।তাই পেনড্রাইভ নিয়ন্ত্রনে রাখা টা জরুরী।
আসুন আমরা এবার দেখি কি করে পেনড্রাইভ সম্পুর্ন নিজের নিয়ন্ত্রনে রাখা যায়-
১।প্রথমে notepad ওপেন করে নিচের কোড টি লিখুন
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
সেভ করুন romel_soft.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন
ব্যস, এবার কোন ফাইল আপনার pendrive এ সেন্ড করুন।
নাহ কিছুতেই সেটি pendrive এ যাবে না। কি মজা !! আপনার পেনড্রাইভ নষ্ট করছি !!
নাহ্ ,আর আপ্নাদের কান্না সহ্য হচ্ছে না। ঠিক করে দিচ্ছি পেনড্রাইভ
২। আবার notepad ওপেন করে নিচের কোড টি লিখুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
সেভ করুন romel_soft2.reg নামে
এরপর এটি কে ডাবল ক্লিক করুন ,yes বাটনে ক্লিক করুন ,এবং OK করুন.
এবং পেনড্রাইভ খুলে আবার লাগান
এরপর যে কোন ফাইল সেন্ড করুন পেন্ড্রাইভ এ , এবার পেন্ড্রাইভ এ গিয়ে দেখুন,আপনার পাঠানো ফাইল ঘুমাচ্ছে।
ধন্যবাদ ।ভালো থাকবেন
পুর্বে এখানে প্রকাশিত http://forum.global-itbd.com/
বাই সভের পরের লাইন তা বুজিনি please ১তু বুজিয়ে বলুন
খুবি দারুন লাগলো….
ধন্য++++++++++ভাই…..
সুন্দর টিপস ….অনেক কাজে লাগবে….
ঠিক আছে ,ধন্যবাদ………
সুন্দর সুন্দর সুন্দর …………………………….
ঠিক আছে ,ধন্যবাদ…………….
চরম হইসে ভাই । অসম্ভব ভালো লাগলো । চেষ্টা করবো সকালে
ঠিক আছে ,ধন্যবাদ.
চরম ভাই
ধন্যবাদ ভাই
আরে ভাই আমি মনে করেছি আপনি ৭ সমুদ্র ১৩ নদি পার হয়ে চলে গেছেন !!! কিন্তু আছেন দেখে খুব ভাল লাগল !
আরে না ! আমি আছি, সমস্যা হলে জানাবেন
ভাই আপনি এখানে দেখিয়েছেন রাইট প্রটেক্টেট করে পেনড্রাইভকে নিয়ন্ত্রণ করা । আমার পেন্ড্রাইভটি বন্ধুকে দেয়ার পর থেকে রাইট প্রটেক্টেট দেখাচ্ছে । আমি এই ধরণের নিয়মটা অনুসরণ করেছি রান এ গিয়ে regedit সিলেক্ট করে । WriteProtect এর ভলি্উম ০করে আবার ১ করেও চেস্টা করেছি কিন্তু পেন্ড্রাইভটি ঠিক হয়নি । নোটপ্যাডে এভাবে এটা করা হয়নি, একবার করে দেখবো দেখি কি হয় । ধন্যবাদ ।
করে দেখুন ,কাজ করবে
ওয়েলকাম ব্যাক, ভাই! দারুন! :)
ধন্যবাদ ভাই।
খুশি হলাম আপনাদের সমস্যার অবসান হয়েছে শুনে। আর রোমেল ভাইকে আবারও স্বাগতম !
হাহাহাঃ ।
ক্ষমা করেছেন বলে খুশি হলাম ।
টিপস টি খুব মজার । আমাদের অফিসের অনেকে নিজের পেন দ্রাইভ অন্যর কম্পিউটারে প্রবেশ করাবেনা তাই আমার টি নিত । এখন সেয়ার ফোল্ডার হয়ে জাওয়ার ও সকল কম্পিউটারে নেট হয়ে জাওয়াতে এই ঝামেলা থেকে বেঁচেছি । আর দুটি বছর আগে এই টিপসটি পেলে পেন ড্রাইভ নষ্ট বলে চালাতে পারতাম । আপনাকে অনেক ধন্যবাদ সেয়ার করার জন্য ।
ভাই এ ভাই এ দন্দ্ব ,ঝগড়া হবেই .তাই বলে কি চলে যাব স্বার্থপর এর মত ?? আপনি দেখি আমার মত ফাজলামি করতে চান, আমি অফিসে এই কাজ করি। যাতে কেউ আমার pendrive ব্যাবহার করতে না পারে।
এইতো রোমেল ভাই, আপনাকে লিখতে দেখে আবার ভালো লাগছে।
হাহাহাঃ , নো চিন্তা। আমি রাগ করে বেশীক্ষন থাকিনা…যদি কেউ ভুল করে ক্ষমা চায়।