বিশ্বব্যাপী তাবৎ Hacker , Security Analyst দের অন্যতম পছন্দ Alfa AWUS036NHA এই Wifi Adapter (Receiver) টি । দেখতে নিরীহ এই adapter টি কিন্তু কাজে আসলে নিরীহ নয় ।এটি Monitor mode , Packet Injection সাপোর্ট করে ।Monitor mode দিয়ে আপনার বাসার আসে পাশের যত Wifi Router (Access Point ) আছে সেগুলাতে যে Traffic আদান প্রদান হচ্ছে আপনি সহজেই ক্যাপচার করতে পারবেন।
HTTP ট্রাফিক হলে একদম ক্লিয়রার টেক্সটে সব কিছু পরে নিতে পারবেন । আর Packet Injection দিয়ে আপনি অন্যের established connection এ নিজের নই ছই করা প্যাকেট ঢুকিয়ে দিতে পারবেন । ধরেন আপনার মার্ক শিট আপলোড করা হচ্ছে আপনার কাছের ই কোনও রাউটার থেকে । Man-in-the-middle Attack করে আপনি এটি দিয়ে আপনার গ্রেডে B+ জায়গায় বসিয়ে দিতে পারেন A+ ।
এবার আশা যাক এর অন্যান্য specification সম্পর্কে:

এতে আছে 5 dbi এন্টেনা যেটার রেঞ্জ ৫০০ ফুট । আপনি 9 dbi অ্যান্টেনা দিয়ে রিপ্লেস করে নিলে ( 9dbi antenna supported ) তখন Wi-Fi Router বা Access Point এর ১২০০ ফুট দুর থেকেও এটা ব্যাবহার করে ডাটা Capture করতে পারবেন । Chipset হিসেবে ব্যাবহার করা হয়েছে Atheros AR9271 , সেইম Chipset এর TP-LINK TL-WN722N (Version-1 ) একসময়য়ে পাওয়া গেলেও এখনকার প্রচলিত TL-WN722N গুলো Version 2 যেটা অন্য Chipset এর এবং Monitor Mode, Packet Injection supported না ।
এটির ম্যাক্সিমাম স্পীড 150 Mbps আর 2.4 GHz ফ্রিকোয়েন্সির ওয়েভ এ communicate করতে পারে ।যেসব সিকিউরিটি প্রটোকল সাপোর্ট করেঃ 64/128-bit WEP, WPA, WPA2, TKIP , AES আমি বেশ কয়েকটি Operating System এ এটি ব্যাবহার করেছিঃ Windows 10 , Ubuntu 18.04, 19.04, 20.04 ।Windows 10 এ এটির ড্রাইভার ইন্সটল দিতে আপনাকে Windows 7 compatibility mode এ installer টি রান করতে হবে । আর লিনাক্স এ আলাদা করে ড্রাইভার ইন্সটল করা লাগবে না ।
আমার Wifi Access Point আর এই এডাপ্টারের মাঝে দেয়াল আছে এবং মধ্যবর্তী দূরত্ব ৫ মিটার । অনলনাইনে multi player গেম খেলতে কোনও সমস্যা হয় না ।
বিঃদ্রঃ অন্যকে না জানিয়ে প্যাকেট ক্যাপচার করা কোনওভাবেই সমর্থন যোগ্য নয় । কিন্তু Ethical Hacker হিসাবে Penetration Testing এর অনুমতি থাকলে তো করতেই হবে । আমাজন এ এর বর্তমান মূলা $37 – $40 .
post credit: Farhan Tanvir Utshaw