Latest posts by mizanmanik65 (see all)
- ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে? রইল কিছু টিপস! - 25/07/2018
- জানুন অ্যান্ড্রয়েড ফোনে নিজের ব্যক্তিগত ছবি ভিডিও লুকানোর উপায়! - 20/06/2018
- জেনে নিন অ্যান্ড্রয়েড ফোন দ্রুতগতি করার ১০টি উপায়! - 02/06/2018
যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাদের প্রায়ই একটি সাধারণ সমস্যায় পড়তে হয়। আর তা হল- শর্টকাট ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ড্রাইভের আইকন কে শর্টকাট দেখায়। পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ইন্টারনেট থেকে এই ভাইরাস আক্রমণ করে থাকে।
এবার দেখা যাক সহজে এই ভাইরাস রিমুভ করার উপায়-
প্রথমে কম্পিউটারের কি-বোর্ড থেকে CTRL+SHIFT+ESC এই তিনটি বাটন একসাথে চেপে ধরতে হবে।
এরপর সেখানে উইন্ডোজ টাস্ক ম্যানেজার উইন্ডো আসবে। এবার সেখান থেকে PROCESS ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে wscript.exe ফাইলটি সিলেক্ট করতে হবে।
এখন End Process এ ক্লিক করতে হবে।
এবার কম্পিউটারের C:/ ড্রাইভে গিয়ে সার্চ বক্সে wscript লিখে সার্চ দিতে হবে।
সেখানে wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE চেপে ডিলিট করে দিতে হবে।
এরপর RUN এ গিয়ে wscript.exe লিখে ENTER করতে হবে। এবং Stop script after specified number of seconds অপশনে 1 দিয়ে APPLY করতে হবে।