আমার একটা গেমদরকার যেটা আমি আমার মামার মোবাইলে খেলেছিলাম।কিন্তু বর্তমানে ওনার মোবাইলও নাই আর আমি গেমস্টার নামও ভুলে গেছি ।
যাক দেখুন তো আপনারা খেলেছেন কিনাঃ গেমের প্রথমে নায়িকাকে ধরে নিয়ে যায় গুন্ডারা,তখন নায়কের মাথায় z ,z ,z উঠতে থাকে [অর্থ্যাত্ ঘুমিয়ে আছে]কিছুখন পরই z চলে যায় এবং খেলা শুরু হয়।এই খেলায় বিভিন্ন মই এবংবিভিন্ন খাবার [যেগুলো লাইফ ,পাওয়ার ,এবং অস্ত্র বাড়ায়] পাওয়া যায় ।পথে টাকা পাওয়া যায় যেগুলো দিয়ে রাস্তার একপাশের দোকানের মতো ঘর থেকে অস্ত্র [চেইনযুক্ত লাল,নীল ,হলুদ বল(কেনার আগে নায়কের হাতে থাকে ছুরি)]কেনা যায় ।
গেমটা কি কেউ খেলেছেন ?
প্লিজ কারও জানা থাকলে গেমটার নাম অথবা ডাউনলোড লিংক দিন ।
ভাই, আমি এই গেম খেলি নাই। তবে যে বিবরণ দিয়েছেন তাতে খেলতে আগ্রহী হলাম। কেউ লিঙ্ক দিলে আমার মন্তব্যের জবাব দিয়ে জানিয়ে দিবেন প্লিজ।
আমিও ডাউনলোড করতাম আরকি।
দেখতে পারেন m.getjar.com এ ।
ঘুরে আসুন এখান থেকে http://www.tunerpage.com/archives/47703
ভাই আমি বলেছি যে ,আমি গেমটার নাম জানিনা ।বিবরন দিয়েছি যে ,জানা থাকলে জানাবেন ।আপনি ধরিয়ে দিলেন গেটজারের লিংক ।
কবে যে পোস্ট না পড়ে মন্তব্য দেওয়া শেষ হবে …