স্মার্টফোনের ভালো ফ্রন্ট বা রিয়র ক্যামেরা বলতে ক্রেতারা সাধারণত বেশি মেগাপিক্সলের খোঁজই আগে নেন৷ আবার ৩৬০ ডিগ্রি ছবি নিয়েও বর্তমান প্রজন্মের আগ্রহ তুঙ্গে৷ তাই এবার বাজারে এল এমন এক স্মার্টফোন, যার ক্যামেরা বাকিদের থেকে এক্কেবারে আলাদা৷ কারণ মেগাপিক্সল ছাড়াও এর আরো একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে৷ ডার্লিং নামের হিরে বসানো ব্র্যান্ড নিউ স্মার্টফোনে রয়েছে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷
Protruely-র ডার্লিংই বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ইন-বিল্ড ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে৷
এবার জেনে নিন স্মার্টফোনে আরো কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে-
১) হ্যান্ডসেটটিতে ১৩ এমপি বিশিষ্ট ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা রয়েছে৷ যাতে ছবি এবং ভিডিও তুলে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা যাবে৷
২) আরো মজার বিষয় হল ক্যামেরার দুই দিকে সোনালী রঙের স্ট্র্যাপের উপর চারটি হীরে বসানো রয়েছে৷ আমেরিকান ডায়মন্ড নয়, সত্যিকারের হীরে৷
৩) ৫.৫ ইঞ্চি ডিসপ্লের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ফুল এইচডি বিশিষ্ট৷ অর্থাৎ এই মডেলে তোলা ছবি ও ভিডিওর কোয়ালিটিও যে দুর্দান্ত হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই৷ এছাড়া ৪ জিবি ব়্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে৷
৪) ৩৫৬০mAh শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারটিও৷
দাম কত পড়বে?
বাংলাদেশী মুদ্রায় ডার্লিংয়ের মূল্যে এক লাখ ৩৫ হাজার টাকা।smartphone