Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

0
179

হ্যালো টিউনারবৃন্দ, ভালো আছেন তো?
আবারও ফিরলাম নতুন আরেকটি রিভিউ টিউন Primo N3 এর Exclusive Hands-on Review নিয়ে।
৬ ইঞ্চি ডিসপ্লের Walton Primo N3 এর বিভিন্ন আকর্ষণীয় ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী ইত্যাদি উল্লেখযোগ্য। মেটালিক ডিজাইন ও ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতোসব ফিচার থাকলেও দাম আপনার হাতের নাগালেই – মাত্র ৯৯৯০ টাকা।
Primo N3 এর ডিসপ্লে, ইউজার ইন্টারফেস, ডিজাইন, ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স ইত্যাদি বিশ্লেষণধর্মী বিষয় নিয়ে Walton Primo N3 হ্যান্ডস-অন রিভিউ টিউনটি সাজিয়েছি।
Primo N3 review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
একনজরে ওয়ালটন Primo N3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

 • ৬ ইঞ্চি ডিসপ্লে
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
 • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
 • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • ২ গিগাবাইট র‍্যাম
 • ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
 • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি

Primo N3 review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
যেসব কারণে ভালো লেগেছে Walton Primo N3

 • মাল্টি-উইন্ডো
 • ১৩+৫ মেগাপিক্সেল ক্যামেরা
 • ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
 • ৬ ইঞ্চি ডিসপ্লে
 • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

বিস্তারিত রিভিউ শুরু করছি আনবক্সিং দিয়ে-
Primo N3 কেনার পর এর সাথে আর যা পাবেন–

 • চার্জার অ্যাডাপ্টার
 • ডাটা ক্যাবল
 • ওয়ারেন্টি কার্ড
 • ইয়ারফোন

Primo N3 Unboxing Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
মেটালিক ডিজাইন ও দারুণ বিল্ড কোয়ালিটির কারণে Primo N3 এর গড়নের মধ্যে প্রিমিয়াম ভাব আছে। ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একই পার্শ্বে।
Primo N3 hands-on review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট আর নিচের অংশে রয়েছে Mic; এর সামনের অংশে আছে ফ্রন্ট ক্যামেরা আর পেছনের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স, এলইডি ফ্ল্যাশ, ওয়ালটনের লোগো ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Primo N3 hands-on review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস ব্যবহৃত হয়েছে।
Primo N3 UI Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অপারেটিং সিস্টেমঃ
Primo N3 এ অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, এতে পরবর্তীতেও আপডেট পাওয়া যাবে বলে ওয়ালটন সূত্রে জানা গেছে।
Primo N3 review OS Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ক্যামেরা পারফরম্যান্সঃ
১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার Primo N3 এর ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে টাচ ফোকাস, স্মার্ট সিন, সেলফ-টাইমার, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার প্রভৃতি উল্লেখযোগ্য। চমৎকার ছবি তুলতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি।
দেখে নিন এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস অপশন-
Primo N3 review Camera Settings Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Primo N3 এর রেয়ার ক্যামেরা স্যাম্পল-
Primo N3 review Camera Sample Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
এর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফিও আসে দারুণ-
Primo N3 review Front Camera Sample Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
প্রসেসর ও জিপিউ:
১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট ও মালি ৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo N3 CPU GPU Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
রম ও র‍্যামঃ
এই ফোনে ১৬ গিগাবাইট রমের পাশাপাশি আছে ২ গিগাবাইট র‍্যাম। এতে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যায়।
Primo N3 review Memory Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
গেমিং পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে বিভিন্ন এইচডি গেম খেলে বেশ মজা পাওয়া যায়। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর আর ২ গিগাবাইট র‍্যাম থাকায় Primo N3 এ জনপ্রিয় বিভিন্ন এইচডি গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo N3 Gaming Review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বেঞ্চমার্কঃ
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেঞ্চমার্ক এ Primo N3 এর স্কোর এসেছে ২৩৮৪২; অন্যদিকে GeekBench এ সিঙ্গেলকোর ও মাল্টিকোর এ এর স্কোর যথাক্রমে ৪১৪ ও ১১২৭
Primo N3 review AnTuTu Benchmark GeekBench Score Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অন্যদিকে Nenamark এ এই ফোনের স্কোর এসেছিলো ৫৬.১
Primo N3 hands-on review NenaMark Score Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অডিও ও ভিডিওঃ
এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর ৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে আপনার ভিডিও এক্সপেরিয়েন্সটাও হবে বেশ উপভোগ্য।
Primo N3 video review Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
কানেক্টিভিটিঃ
ডুয়েল সিম সাপোর্টেড Primo N3 এর উভয় সিম স্লটই থ্রিজি সাপোর্টেড। এর পাশাপাশি এতে ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে।
সেন্সর:
এই ফোনে প্রক্সিমিটি, লাইট, হল সেন্সর, রিমোট সেন্সর, গাইরোস্কোপ, অ্যাক্সিলেরোমিটার প্রভৃতি সেন্সর বিদ্যমান।
Primo N3 hands-on review Fingerprint Sensor Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ব্যাটারি পারফরম্যান্সঃ
৬ ইঞ্চি ডিসপ্লের Primo N3 এ ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি পারফরম্যান্স ভালোই। ১০০% চার্জ দেওয়ার পর টানা ২ ঘন্টা ১৬ মিনিট একটি মুভি দেখার পর এর চার্জ ৭২% এ নেমে এসেছিলো; তবে সাধারণ ব্যবহারে অনায়াসেই ১ দিন চলে যায়।
Primo N3 Battery Saver Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
দামঃ
৬ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম প্রভৃতি ফিচারের Walton Primo N3 এর বর্তমান দাম মাত্র ৯৯৯০ টাকা!
Primo N3 Price Walton Primo N3 এর হ্যান্ডস-অন রিভিউঃ ৬ ইঞ্চি ডিসপ্লের সাথে আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
শেষ কথাঃ
১০-১১ হাজার টাকা বাজেটে যারা এইচডি গেম খেলা কিংবা মুভি দেখার জন্য বড় স্ক্রিনের ফোন কিনতে চান তাদের জন্য শীর্ষ পছন্দের ফোন হতে পারে ৬ ইঞ্চি ডিসপ্লের Walton Primo N3; সেইসাথে যারা মোবাইল দিয়েই করতে চান মনের মতো ফটোগ্রাফি তাদের নিকটও বেশ গ্রহণযোগ্যতা পেতে পারে BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার এই ফোন।

এবার বিদায়ের পালা। টিউন নিয়ে আপনাদের প্রশ্ন বা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে পারেন। নতুন কোন টিউন নিয়ে হাজির হবো আবারও; সবাই ভালো থাকুন, আল্লাহ্‌ হাফিজ।

টিউনারপেজের নতুন টিউন আপনাকে ইমেইল করব?
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

two × 3 =