হ্যালো টিউনারবৃন্দ,
আপনাদের সামনে আবারও হাজির হলাম ওয়ালটনের নতুন আরেকটি ফোন Primo EF6+ এর হ্যান্ডস-অন রিভিউ নিয়ে। ৪৯৯০ টাকা মূল্যের এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো ১ গিগাবাইট র্যাম, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম ও ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। একইসাথে এই ফোনের ৫১২ মেগাবাইট রমের একটি ভ্যারিয়্যান্টও বাজারে পাওয়া যাচ্ছে, Primo EF6 মডেলের এই ফোনের দাম মাত্র ৪০৯০ টাকা। দাম ও র্যাম ছাড়া ফোন ২টির অন্যান্য ফিচার একই হওয়ায় একসাথেই দুটোর রিভিউ করলাম।
রিভিউ শুরু করার আগে একনজরে Primo EF6 ও EF6+ এর উল্লেখযোগ্য স্পেসিফিকেশনসমূহ দেখে নিন-
- অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম
- ৫ ইঞ্চি ডিসপ্লে
- ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ৮ গিগাবাইট রম
- ৫১২ মেগাবাইট/১ গিগাবাইট র্যাম
- ১.২ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
- ডুয়েল সিম
- ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি
যেসব কারণে ভালো লেগেছে Primo EF6 ও EF6+
- সাশ্রয়ী মূল্য
- সুন্দর ডিজাইন
- BSI সেন্সরযুক্ত ক্যামেরা
বিস্তারিত রিভিউ শুরু করছি ফোনটির আনবক্সিং দিয়ে-
এই ফোনের বক্সে হ্যান্ডসেটের সাথে আর যা আছে–
- চার্জার অ্যাডাপ্টার
- ডাটা ক্যাবল
- ইউজার ম্যানুয়াল
- ওয়ারেন্টি কার্ড
- ইয়ারফোন
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
উভ ফোনের ডিসপ্লেই ৫ ইঞ্চি আর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৮৫৪x৪৮০ পিক্সেল।
Primo EF6 ও EF6+ এর ইউজার ইন্টারফেস-
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
ডিজাইনের দিক থেকে Primo EF6 ও EF6+ হুবহু একই। ১৪৫ মিলিমিটার উচ্চতার Primo EF6+ প্রস্থে ৭৩ মিলিমিটার আর এর পুরুত্ব ১০.২ মিলিমিটার; ব্যাটারিসহ এই ফোনের ওজন ১৫৪ গ্রাম।
Primo EF6 এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট । এছাড়া ফোনটির ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একপার্শ্বে। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট ।
সম্মুখভাগে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি । এর পাশাপাশি এতে হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি নেভিগেশন বাটন আছে।
র্যাম ও স্টোরেজ সুবিধাঃ
১ গিগাবাইট র্যামের Primo EF6+ এ ৮ গিগাবাইট রমের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা আছে। অন্যদিকে প্রিমো EF6 এর র্যাম ৫১২ মেগাবাইট।
সিপিউ ও জিপিউঃ
উভয় ফোনেই ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
গেমিং পারফরম্যান্সঃ
এন্ট্রি লেভেলের ফোনে হলেও Primo EF6+ এ কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যাম থাকায় রিয়ালম ডিফেন্স, ব্যাটল অ্যালার্ট, ক্ল্যাশ অব ক্ল্যান ইত্যাদি জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা যায়।
বেঞ্চমার্কঃ
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu তে Primo EF6 এর স্কোর এসেছে ১৭২০৬ আর Primo EF6+ এর স্কোর এসেছে ২০১৬৮
Nenamark এ Primo EF6 এর স্কোর ৫২.৭ Primo EF6+ এর স্কোর ৫২.১
ক্যামেরা পারফরম্যান্সঃ
উভয় ফোনেই BSI সেন্সর ও এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা বিদ্যমান।
ফোন ২টির ক্যামেরা সেটিংস ও ক্যামেরা ইন্টারফেস–
Primo EF6+ এর ক্যামেরা স্যাম্পলঃ
সেলফি তোলার জন্য Primo EF6 ও Primo EF6+ উভয় ফোনেই ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
ব্যাটারি
উভয় ফোনেই ২৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ ও ভিডিও দেখা যায়।
মাল্টিমিডিয়া পারফরম্যান্সঃ
ফোন ২টির অডিও সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, আর ফোনের সাথে যে হেডফোন দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটিও সুন্দর। এই ফোনে ৭২০ পি (এইচডি) ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
OTA আপডেট সুবিধাঃ
ওয়ালটনের এই ২টি ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা আছে, ফলে পরবর্তীতে সফটওয়্যার আপডেট করতে কম্পিউটারের দরকার হবেনা।
অন্যান্য ফিচারঃ
Primo EF6 ও EF6+ উভয়ই ডুয়েল সিম সাপোর্টেড। এছাড়া ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, জিপিএস নেভিগেশন, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা আছে।
Primo EF6 ও EF6+ এর তুলনামূলক চিত্রঃ
মডেল ২টির মধ্যে র্যাম ও দাম ছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশন হুবহু এক।
দামঃ
দেশীয় বাজারের স্মার্টফোন ক্রেতারা যেনো সাশ্রয়ী বাজেটে ভালো ফোন কিনতে পারেন সেদিকে খেয়াল রেখে ৫১২ মেগাবাইট র্যামের Primo EF6 এর দাম ৪০৯০ টাকা। আর ১ গিগাবাইট র্যামের Primo EF6+ এর দাম ৪৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
চূড়ান্ত সিদ্ধান্তঃ
৫০০০ টাকা বাজেটে ১ গিগাবাইট র্যাম ও প্রয়োজনীয় নানা ফিচারের স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটন Primo EF6+ বেছে নিতে পারেন আর সাশ্রয়ী বাজেটে ভালো ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের ফোন কিনতে চাইলে দেখতে পারেন ৪০৯০ টাকা মূল্যের Primo EF6
এবার বিদায়ের পালা। টিউন নিয়ে আপনাদের প্রশ্ন বা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে পারেন। নতুন কোন টিউন নিয়ে হাজির হবো আবারও; সবাই ভালো থাকুন, আল্লাহ্ হাফিজ।