অনেকে হয়তো জানে আবার অনেকে জানে না ভিডিও এডিটিং এর বেস্ট সফটওয়্যার হল filmoura wondershare ইন্টারনেট এ আপনারা এই সফটওয়্যার টি পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি এটা রেজিস্ট্রেশন না করেন তাহলে ভিডিও সেভ করলে ভিডিও তে ওটার মার্ক দেয়া থাকেব।
ইন্টারনেট এ এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করার জন্য অনেক সিরিয়াল কী পাবেন কিন্তু আপনি যদি এভাবে ডাইরেক্ট সিরিয়াল কী দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে কোন লাভ হবে না কারন আপনি যখন আপনার পিসিতে ইন্টারনেট অন করবেন তখন এই রেজিস্ট্রেশন চলে যাবে।
তো আমি আজকে আপনাদের দেখাব কিভাবে আপনারা লাইফ টাইম এর জন্য রেজিস্ট্রেশন করবেন এবং ইন্টারনেট অন করেও চালাতে পারবেন। যাদের এই সফটওয়্যারটি নেই তারা অফিসিয়াল পেজ থেকে থেকে ডাউনলোড করে নিন Filmoura wondershare
তারপর ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের ভিডিও ভিডিও দেখে কাজ করুন র কোন প্রবলেম হলে জানাবেন।
সফটওয়্যার রেজিস্ট্রেশন কোডঃ- যেকোনো ১টা ইমেইল এবং ১টা কোড নিবেন।
- 1) Licensed e-mail: [email protected] Registration code: 10403029CF3644154841651AF141E800
- 2) Licensed e-mail: [email protected] Registration code: 510B3C20A9E54E0FF1D2FC28BAD1220E
নোটপ্যাড এ যে লেখাটি লেখবেন – 127.0.0.1 platform.wondershare.com
আপনি যদি ভিডিও না দেখেন তাহলে কিছুই বুজবেন না এই কোডগুলা কিভাবে কথায় ব্যবহার করবেন ভিডিও তে বলা আছে।ধন্যবাদ।
Thanks for good post. But where are your video link ?
Whare are your video link ?
মনে হয় কথাও ভুল হয়েছিল আপডেট করা হয়েছে।