আজ আপনাদের দেখাবো কিভাবে আইডিএম (IDM) দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন।
প্রথমে এই লিঙ্কে যান ঃ www.seedr.cc
এই লিঙ্কে যাওয়ার পর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে “Register With Email” এ ক্লিক করুন অথবা ফেসবুক দিয়ে সাইন ইন করুন।
ইমেইল দিয়ে রেজিস্ট্রেশান করার পর আপনার ইমেইল ওপেন করে ভেরিফিকেসন করুন।
তারপর লগিন করুন।
লগিন করার পর ১ নং এ গিয়ে টরেন্ট এর ম্যাগনেট লিঙ্ক পেস্ট করুন অথবা ২ নং অপশন এ গিয়ে পিসি থেকে টরেন্ট ফাইল আপলোড করুন।
আপলোড করার পর আপনার ফাইলটি প্রসেস হতে কিছুখন সময় নিবে। এরপর আপনার ফাইলটি আপনি দেখতে পাবেন।
এরপর ডাউনলোড এ ক্লিক করুন। আপনার ফাইলটি ডাউনলোড শুরু হবে।
আপনি ফেসবুকে শেয়ার, রেফার করে আপনার ফ্রী স্পেস বাড়াতে পারবেন।
সাইন আপ করুন এই লিঙ্কে গিয়ে।