Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন

0
152

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের ছুটি কাটিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে। সম্প্রতি Walton Primo G7+ মডেলের নতুন একটি ফোন বাজারে এসেছে, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেই আমার আজকের টিউন Walton Primo G7+ এর Hands-on Review
Primo G7+ এ রয়েছে ২.৫ ডি ৫.৫ ইঞ্চি কার্ভ ডিসপ্লে, BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি। ২ গিগাবাইট র‍্যামের এই ফোনের দামটাও হাতের নাগালে – মাত্র ৮৫৯০ টাকা।
Primo G7+ review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
একনজরে Primo G7+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-

 • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট
 • ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
 • ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
 • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
 • ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২ গিগাবাইট র‍্যাম
 • ১৬ গিগাবাইট রম
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ

Primo G7+ Specs Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
আনবক্সিং: ফোনটি কেনার পর এর বক্সে যা যা পাবেন-

 • চার্জার অ্যাডাপ্টার
 • ডাটা ক্যাবল
 • ইয়ারফোন
 • ইউজার ম্যানুয়াল
 • ওয়ারেন্টি কার্ড
Advertisement
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

Primo G7+ Unboxing Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
আকর্ষণীয় ডিজাইনের Primo G7+ এর পাওয়ার কী ও ভলিউম কী উভয়ই একইপার্শ্বে। এর পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের অংশে রয়েছে স্পিকার।
Primo G7+ review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর উচ্চতা ১৫২ মিলিমিটার, প্রস্থ ৮০ মিলিমিটার ও পুরুত্ব ১০.৫ মিলিমিটার; ব্যাটারিসহ এর ওজন ১৯০ গ্রাম। ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক আর ইউএসবি পোর্ট।
Primo G7+ hands-on review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
Primo G7+ review OS Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
২.৫ ডি কার্ভ ৫.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট Primo G7+ এর ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
Primo G7+ Display Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর ইউজার ইন্টারফেস-
Primo G7+ User Interface Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
প্রসেসর ও জিপিউ:
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo G7+ CPU and GPU Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে মাইনক্র্যাফট, ফার্মিং সিম্যুলেটর ১৮, ক্ল্যাশ অব ক্ল্যানস প্রভৃতি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
ক্যামেরা:
নানা আকর্ষণীয় ফিচারযুক্ত Primo G7+ এর ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় ফিচার হিসেবে রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি।
দেখে নিন ফোনটির ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo G7+Camera Review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ
Primo G7+ review Camera Sample Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ review Camera Sample 2 Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ review Camera Sample 3 Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
এর BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় দারুণ সেলফিও তুলতে পারবেন।
ইন্টারনাল/এক্সটারনাল স্টোরেজ ও র‍্যামঃ
Primo G7+ এর রম ১৬ গিগাবাইট, এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়। তাছাড়া এতে ২ গিগাবাইট র‍্যাম দেওয়া হয়েছে।
Primo G7+ review Memory Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
বেঞ্চমার্ক:
Primo G7+ এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৩৯৯৮, অন্যদিকে GeekBench Primo G7+ এর স্কোর এসেছে ৪১৫ (সিঙ্গেল-কোর) ও ১১৭৪ (মাল্টি-কোর)
Primo G7+ review Antutu Benchmark Score Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo G7+ এর স্কোর এসেছে ৫১.৪
Primo G7+ hands-on review Nenamark Score Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ব্যাটারি ব্যাকআপ:
Primo G7+ এ ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক; মোটামুটি ব্যবহারে অনায়াসেই ১ দিন চালানো যায়।
Primo G7+ Battery Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
অডিও ও ভিডিও পারফরম্যান্সঃ
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo G7+ এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।
Primo G7+ audio review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo G7+ video review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
কানেক্টিভিটি:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G7+ এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
সেন্সর:
Primo G7+ এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর বিদ্যমান।
Primo G7+ Sensors Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
দাম:
অধিক ফিচার মানেই অধিক মূল্য – এই ধারণাকে বদলিয়ে দেওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে ওয়ালটন অগ্রগণ্য। লেটেস্ট অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo G7+ এর মূল্য মাত্র ৮,৫৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ, স্পেসিফিকেশন বিবেচনায় যা যথেষ্ট সাশ্রয়ী।
Primo G7+ এর পছন্দনীয় দিকসমূহ:

 • নউগ্যাট অপারেটিং সিস্টেম
 • ২.৫ডি কার্ভ ডিসপ্লে
 • সাশ্রয়ী মূল্য
 • BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Primo G7+ Review Synopis Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
চূড়ান্ত সিদ্ধান্ত:
সাড়ে আট হাজার টাকা বাজেটে সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্বাদ পাওয়ার পাশাপাশি ভালো ক্যামেরাযুক্ত ফোন কিনতে চাইলে বর্তমান বাজারে Primo G7+ এর কোন যোগ্য বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে এই ফোনের BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি লাভারদের মাঝে আলাদা ক্রেজ তৈরি করবে।
আজকের মতো বিদায় নিচ্ছি, Primo G7+ এর রিভিউ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। নতুন কোন টিউন নিয়ে দেখা হবে আবারও, আল্লাহ্ হাফিজ।

Advertisement -
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =