Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন

0
169

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের ছুটি কাটিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে। সম্প্রতি Walton Primo G7+ মডেলের নতুন একটি ফোন বাজারে এসেছে, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেই আমার আজকের টিউন Walton Primo G7+ এর Hands-on Review
Primo G7+ এ রয়েছে ২.৫ ডি ৫.৫ ইঞ্চি কার্ভ ডিসপ্লে, BSI সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি। ২ গিগাবাইট র‍্যামের এই ফোনের দামটাও হাতের নাগালে – মাত্র ৮৫৯০ টাকা।
Primo G7+ review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
একনজরে Primo G7+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-

 • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট
 • ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
 • ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
 • ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
 • ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২ গিগাবাইট র‍্যাম
 • ১৬ গিগাবাইট রম
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ

Primo G7+ Specs Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
আনবক্সিং: ফোনটি কেনার পর এর বক্সে যা যা পাবেন-

 • চার্জার অ্যাডাপ্টার
 • ডাটা ক্যাবল
 • ইয়ারফোন
 • ইউজার ম্যানুয়াল
 • ওয়ারেন্টি কার্ড
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

Primo G7+ Unboxing Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ডিজাইন ও বিল্ড কোয়ালিটিঃ
আকর্ষণীয় ডিজাইনের Primo G7+ এর পাওয়ার কী ও ভলিউম কী উভয়ই একইপার্শ্বে। এর পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের অংশে রয়েছে স্পিকার।
Primo G7+ review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর উচ্চতা ১৫২ মিলিমিটার, প্রস্থ ৮০ মিলিমিটার ও পুরুত্ব ১০.৫ মিলিমিটার; ব্যাটারিসহ এর ওজন ১৯০ গ্রাম। ফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক আর ইউএসবি পোর্ট।
Primo G7+ hands-on review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
Primo G7+ review OS Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
২.৫ ডি কার্ভ ৫.৫ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট Primo G7+ এর ডিসপ্লের রেজ্যুলেশন ১২৮০x৭২০ পিক্সেল।
Primo G7+ Display Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর ইউজার ইন্টারফেস-
Primo G7+ User Interface Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
প্রসেসর ও জিপিউ:
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo G7+ CPU and GPU Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে মাইনক্র্যাফট, ফার্মিং সিম্যুলেটর ১৮, ক্ল্যাশ অব ক্ল্যানস প্রভৃতি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
ক্যামেরা:
নানা আকর্ষণীয় ফিচারযুক্ত Primo G7+ এর ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় ফিচার হিসেবে রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রভৃতি।
দেখে নিন ফোনটির ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo G7+Camera Review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ এর রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ
Primo G7+ review Camera Sample Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ review Camera Sample 2 Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
Primo G7+ review Camera Sample 3 Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
এর BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় দারুণ সেলফিও তুলতে পারবেন।
ইন্টারনাল/এক্সটারনাল স্টোরেজ ও র‍্যামঃ
Primo G7+ এর রম ১৬ গিগাবাইট, এতে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যায়। তাছাড়া এতে ২ গিগাবাইট র‍্যাম দেওয়া হয়েছে।
Primo G7+ review Memory Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
বেঞ্চমার্ক:
Primo G7+ এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৩৯৯৮, অন্যদিকে GeekBench Primo G7+ এর স্কোর এসেছে ৪১৫ (সিঙ্গেল-কোর) ও ১১৭৪ (মাল্টি-কোর)
Primo G7+ review Antutu Benchmark Score Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo G7+ এর স্কোর এসেছে ৫১.৪
Primo G7+ hands-on review Nenamark Score Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
ব্যাটারি ব্যাকআপ:
Primo G7+ এ ২৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক; মোটামুটি ব্যবহারে অনায়াসেই ১ দিন চালানো যায়।
Primo G7+ Battery Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
অডিও ও ভিডিও পারফরম্যান্সঃ
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo G7+ এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।
Primo G7+ audio review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।
Primo G7+ video review Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
কানেক্টিভিটি:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo G7+ এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
সেন্সর:
Primo G7+ এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর বিদ্যমান।
Primo G7+ Sensors Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
দাম:
অধিক ফিচার মানেই অধিক মূল্য – এই ধারণাকে বদলিয়ে দেওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে ওয়ালটন অগ্রগণ্য। লেটেস্ট অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo G7+ এর মূল্য মাত্র ৮,৫৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ, স্পেসিফিকেশন বিবেচনায় যা যথেষ্ট সাশ্রয়ী।
Primo G7+ এর পছন্দনীয় দিকসমূহ:

 • নউগ্যাট অপারেটিং সিস্টেম
 • ২.৫ডি কার্ভ ডিসপ্লে
 • সাশ্রয়ী মূল্য
 • BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Primo G7+ Review Synopis Walton Primo G7+ এর হ্যান্ডস-অন রিভিউঃ সাশ্রয়ী বাজেটে দারুণ ফোন
চূড়ান্ত সিদ্ধান্ত:
সাড়ে আট হাজার টাকা বাজেটে সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্বাদ পাওয়ার পাশাপাশি ভালো ক্যামেরাযুক্ত ফোন কিনতে চাইলে বর্তমান বাজারে Primo G7+ এর কোন যোগ্য বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে এই ফোনের BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি লাভারদের মাঝে আলাদা ক্রেজ তৈরি করবে।
আজকের মতো বিদায় নিচ্ছি, Primo G7+ এর রিভিউ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। নতুন কোন টিউন নিয়ে দেখা হবে আবারও, আল্লাহ্ হাফিজ।

টিউনারপেজের নতুন টিউন আপনাকে ইমেইল করব?
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting
Unlimited Web Hosting

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here

13 − 10 =